আপনিও যদি বেশ অনেক দিন ধরেই কোন স্মার্টফোন কেনার কথা ভবাছেন বা ভাবছেন কোন ভাল স্মার্টফোন কাউকে উপহার দেবেন তবে আজকে আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে। আপনিও এই ডিস্কাউন্টের সুযোগ ওঠাতে পারেন। আর সস্তায় ভাল ফোন নিজের করতে পারেন।
Mi A1, এই ফোনটির দাম 14,999 টাকা তবে আজকে ডিস্কাউন্টের সঙ্গে এই ফোনটি আপনি মাত্র 13,999টাকায় নিজের করতে পারবেন। এই ফোনটির ওপর 1000 টাকার ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Lenovo K8 Plus, এই ফোনটির 3GB র্যাম ভেরিয়েন্টটি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। ফিল্পকার্টে এর দাম 10,999 টাকা বলা হয়েছে। আর ডিস্কাউন্টের পরে এই ফোনটি শুধু 9,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Moto G5 Plus, লুনার গড়ে কালারে এই ফোনটির 32GB ভেরিয়েন্টটি আজকে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। আর এবার এই ফোনটি 13,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটি 679 টাকার মান্থলি ইন্সটলমেন্টে একান যেতে পারে। আর এর ওপর এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Samsung Galaxy On5 এই ফোনটিতে ইউজাররা 1.5GB’র র্যাম আর 8GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটি ডিস্কাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এর দাম এমনিতে 8,990 টাকা তবে এই ফোনটি ডিস্কাউন্টের পরে 6,990 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন। Apple iPhone SE এই ফোনটির 32GB স্পেস গড়ে ভেরিয়েন্টটি ফিল্পকার্টে মাত্র 21,000 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এর আসল দাম এমনিতে 26,000 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটের ডিভাইসের দামে আপনি কিছু পরিবর্তন দেখতে পারেন। সেই পরিবর্তন সেই সাইটের লোকেরাই করে থাকে।