Flipkart BBD Sale Last Day: 10 হাজারের কম দামের এই 5G স্মার্টফোনগুলি কেনার আজ শেষ সুযোগ

Updated on 02-Oct-2025

Flipkart BBD Sale 2025 এর আজ 2 অক্টোবর শেষ দিন। বিগ বিলিয়ান ডেজ সেল শেষ হওয়ার আগেই আমরা এখানে 10,000 টাকার কম দামে 5G Smartphones আসার তালিকা দিচ্ছি। এই সেলে POCO, Vivo, Realme, Moto এবং OPPO স্মার্টফোন পাওয়া যাচ্ছে।

Flipkart BBD Sale Last Day deals on 5G smartphones under Rs 10K

POCO C75 5G

অফার শেষ দিনে পোকো সি৭৫ ৫জি ফোনটি 7,299 টাকা দামে বিক্রি হচ্ছে। পোকো ফোনে রয়েছে 6.88 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5160mAh ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট।

আরও পড়ুন: iPhone Air কে টেক্কা দিতে আসছে নতুন Moto Air ফোন, জানুন কবে হবে লঞ্চ

Vivo T4 Lite 5G

ফ্লিপকার্ট সেলে 8,999 টাকা দামে কেনা যাবে। ফোনে রয়েছে 6.74 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6000mAh ব্যাটারি এবং একটি ডাইমেনসিটি 6300 চিপসেট।

Realme P3 Lite 5G

রিয়েলমি ফোনটি ফ্লিপকার্ট সেলে 8,999 টাকায় বিক্রি হচ্ছে। রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনে 6.67 ইঞ্চি ডিসপ্লে, 32 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6000mAh ব্যাটারি এবং ডাইমেনসিটি 6300 চিপসেট রয়েছে।

Moto G35 5G

মোটো জি৩৫ ৬জি ফোনটি 8,999 টাকা দামে বিক্ হচ্ছে। ফোনে রয়েছে 6.72-ইঞ্চি ডিসপ্লে, 50-মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা, 16-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং একটি Unisoc T760 চিপসেট।

OPPO K13x 5G

ওপ্পো ফোনটি 9,999 টাকায় কেনা যাবে ফ্লিপকার্ট সেলে। ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6000mAh ব্যাটারি এবং একটি ডাইমেনসিটি 6300 চিপসেট।

POCO M7 5G

সেলে পোকো এম৭ ৫জি ফোনটি অফারের সাথে 8,499 টাকায় বিক্রি হচ্ছে। ফোনে 6.88 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5160mAh ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপসেট রয়েছে।

আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, মাত্র 75 টাকায় আনলিমিটেড কলিং এবং ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :