GOOGLE PIXEL 3A আর PIXEL 3A XL য়ের সম্ভাব্য দাম

Updated on 07-May-2019
HIGHLIGHTS

Google Pixel 3a আর Pixel 3a Xl ভারতে লঞ্চ হতে পারে

50,000 টাকার মধ্যে এই ফোন গুলি লঞ্চ হতে পারে

একই স্পেক্সের সঙ্গে লঞ্চ করা হতে পারে

Google I/O ডেভলাপার কনফারেন্সে সবসময়ে আলাদা কিচু হয় আর কোম্পানি এই কনফারেন্সে নতুন সফটোয়্যার, অ্যান্ড্রয়েড ভার্সান আর অন্য ফিচারের সঙ্গে প্রথম বার হার্ডওয়্যার প্রোডাক্ট নিয়ে আসবে। কোম্পানির এই  I/O ডেভলাপার কনফারেন্সে Pixel 3a আর Pixel 3a XL লঞ্চ করা হবে।

Google Pixel 3a আর Pixel 3a XL ভারতে এক সঙ্গে লঞ্চ করা হবে বলে মনে হচ্ছে, আর এই ফোন দুটি ফ্লিপকার্টে কেনা যাবে। Pixel 3a ফোনটির দাম 40,000 টাকা আর এই ফোনটির সঙ্গে  3a XL ফোনের দাম হতে পারে 50,000 টাকা।

গুগলের দুটি লেটেস্ট ফোনে 3.5mm হেডফোন জ্যাক থাকতে পারে আর এই দুটি ফোনে সিঙ্গেল লেন্স ক্যামেরা থাকতে পারে। আর ফোনে 8 মেগাপিক্সালের ক্যামেরা আর 12 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হতে পারে। আর ফোনে স্ন্যাপড্র্যাগন 670 র সঙ্গে 4GB র‍্যাম দেওয়া হতে পারে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :