CMF Phone 1 get huge price drop before CMF Phone 2 Pro India launch 28 April
CMF Phone 2 Pro ভারতে আগামীকাল 28 এপ্রিল লঞ্চ হতে প্রস্তুত। তবে নতুন মডেল বাজারে আসার আগেই কোম্পানির পুরনো CMF Phone 1 5G ফোন দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক কোথায় পাবেন সিএমএফ ফোন 1 এত সস্তায়।
এই ফোনটি ভারতে জুলাই 2024 সালে ভারতে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময়, ভারতে সিএমএফ ফোন 1 5জি ফোনটি 15,999 টাকা শুরুর দামে আনা হয়ছিল। এই দামে ফোনের 6GB+128GB স্টোরেজ আনা হয়েছিল। এছাড়া 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 17,999 টাকা রাখা হয়েছিল।
Amazon সাইটে সিএমএফ ফোন 1 ফোনটি 13,999 টাকা দামে লিস্ট করা। এই দামে ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি কেনা যাবে। ব্যাঙ্ক অফারের আওতায় গ্রাহকরা 1000 টাকা ছাড় পেতে পারেন। ছাড়ের পর ফোনটি মাত্র 12,754 টাকায় কেনা যাবে।
আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন তবে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, সিএমএফ ফোন 1 5জি তে 6.7-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে যে ফোনটি দুটি বছর পর্যন্ত Android আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে।
প্রসেসর হিসেবে সিএমএফ ফোন 1 ডিভাইসটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেটে কাজ করে। RAM বুস্টার সহ ফোনে 16GB পর্যন্ত RAM পাওা যাবে। ফোনে 256GB পর্যন্ত ইনবিল্ট স্টোরজে পেয়ার করা যা 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, সিএমএফ ফোনে EIS সাপোর্ট সহ 50MP মেইন ক্যামেরা এবং 2x জুম সহ 2MP পোট্রেট সেন্সর সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে য়া 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির দাবি যে ফোনটি একবার ফুল চার্জে দুই দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। কোম্পানির এও দাবি যে ফোনের ব্যাটারি 20 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারবেন।
আরও পড়ুন: 72 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, Jio এর সস্তা প্ল্যানে Airtel, BSNL এর মুখ বন্ধ