Samsung Galaxy A35
20 হাজার থেকে 22 হাজার টাকার দামের নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে Samsung Galaxy A35 5G ফোন একটি ভাল বিকল্প হতে পারে। আসলে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি আসল দাম থেকে সস্তায় বিক্রি হচ্ছে। ছাড়ের পর স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের দাম কমে 20 হাজার টাকার কাছাকাছি হয় যাবে। তবে এই অফার Amazon বা Flipkart সাইটে পাওয়া যাবে না। আসুন জেনে নেওয়া যাক কোথায় এত সস্তায় কিনতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি ভারতে 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল আনা হয়েছিল। তবে এখন ফোনের এই মডেলটি 22,999 টাকা দামে বিক্রি হচ্ছে। বলে দি যে এই অফারটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: 100X পর্যন্ত জুম এবং টেলিফটো সেন্সর ক্যামেরা সহ ভারতে আসছে Vivo T4 Ultra
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটি HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্ট 2000 টাকার অতিরিক্ত ছাড়ে কেনা যাবে। ছাড়ের পর এটি মাত্র 20,999 টাকায় কেনা যেতে পারে।
এখানেই শেষ নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 20,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেরে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ডিভাইস এবং মডেলের উপর নির্ভর করবে।
এই ফোনে 6.6-ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ অপশনে আসে। প্রসেসর হিসেবে কোম্পানি এই ফোনে Exynos 1380 চিপসেট অফার করেছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে। সেলফির ক্ষেত্রে এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টাম হিসেবে এই ডিভাইসটি Android 14 ভিত্তিক OneUI 6.1 এ কাজ করে। ফোনে কোম্পানি IP67 রেটিং ও দিয়েছে।
আরও পড়ুন: Price Leaked: লঞ্চের আগেই লিক হল Nothing Phone 3 এর দাম এবং স্পেসিফিকেশন, জানুন কী থাকবে বিশেষ