Samsung Galaxy A35 5G get huge price drop on Flipkart
আপনি যদি Samsung এর দুর্দান্ত 5G Smartphone কিনতে চান তবে এই ডিল মিস করা যাবে না। আসলে, Samsung Galaxy A35 5G ফোনটি বর্তমানে Flipkart Freedom সেলে দেদার ছাড়ে বিক্রি হচ্ছে। যার পরে মিড বাজেট স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে। আসুন স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
ফ্লিপকার্ট সাইটে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 19,999 টাকা দামে লিস্ট করা। তবে গত বছর মার্চে 30,999 টাকা দামে লঞ্চ হয়ছিল এই ফোন।
ব্যাঙ্ক অফারের কথা বললে, এক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক (750 টাকা) পেতে পারেন। যার পরে দাম কমে 19,249 টাকা।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে 6.6-ইঞ্চির ফুল এইচডি প্লাস+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 1080×2408 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 1000 নিট পর্যন্ত পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি 5nm Exynos 1380 প্রসেসরে কাজ করে।
পাওয়ার দিতে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে। এটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে রিয়ারে OIS এবং অটোফোকস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া। সেলফি তোলার জন্য ফোনে রয়েছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।