Realme Narzo 70 Turbo 5G
Realme ভারতীয় বাজারে তার সস্তা ডিভাইস পাওয়ারফুল স্পেসিফিকেশন সহ বেশ জনপ্রিয়। কোম্পানি গত বছরে বাজেট সেগামেন্টে Narzo 70 Turbo 5G গেমিং ফোন লঞ্চ করেছিল। গেমিং স্মার্টফোন রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি ভারতে ছাড়ের সাথে 15 হাজার টাকার কম দামে কেনা যাবে।
আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি ফোনে কী অফার দেওয়া হচ্ছে। কিনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: Vivo T3 Pro এবং Vivo T3 Ultra ফোন হল একধাপে অনেকটা সস্তা, জেনে নিন নতুন দাম কত
রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি একটি বাজেট গেমিং স্মার্টফোন ফোনটি Amazon Republic Day sale চলাকালীন 2500 টাকা কুপন ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। নারজো 70 টার্বো 5জি ফোনটি 16,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন 2500 টাকা কুপন অফারের পর ফোনটি মাত্র 14,499 টাকায় কেনা যাবে।
কুপর অফার ছাড়াও নারজো ফোনে এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। গ্রাহকরা তাদের পুরনো ফোনে 16,100 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, রিয়েলমি ফোনে 6.67-ইঞ্চির OLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ফোনটি 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরম্যান্সের জন্য রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসর সহ 12 জিবি পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা হয়েছে।
ফোনের রিয়ারে 50MP ডুয়াল ক্যামেরা এবং ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রিয়েলমি নারজো 70 টার্বো ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 5000mAh ক্ষমতা ব্যাটারি অফার করা হয়েছে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোনে দুর্দান্ত অফার, Amazon রিপাবলিক ডে সেলে দেদার ছাড়