50 মেগাপিক্সেল ক্যামেরা, 5500mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন হল অনেকটা সস্তা, 16 হাজারের কম দামে কেনার সুযোগ

Updated on 25-Jul-2025
HIGHLIGHTS

Flipkart সাইটে OnePlus Nord CE4 Lite 5G দুর্দান্ত ছাড়ে কিনতে পারবেন

50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ নর্ড সিই৪ লাইট ৫জি ফোনটি 16 হাজারের কম দামে কেনা যাবে

প্রসেসর হিসেবে নর্ড সিই৪ লাইট ৫জি ফোনটি কোয়ালকম Snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে

ওয়ানপ্লাস এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে বুঝতে পারছেন না যে কোন স্মার্টফোন সেরা বিকল্প হবে তবে এই খবর আপনার জন্য। আসলে Flipkart সাইটে OnePlus Nord CE4 Lite 5G দুর্দান্ত ছাড়ে কিনতে পারবেন। 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ এই ফোনটি 16 হাজারের কম দামে কেনা যাবে। আসুন নর্ড সিই৪ লাইট ৫জি ফোনে পাওয়া অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতে OnePlus Nord CE4 Lite 5G ফোনের দাম কত এবং অফার কী

ফ্লিপকার্ট সাইটে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি ফোনের 8GB+128GB ভ্যারিয়্যান্ট 16,825 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে এই ফোনটি গত বছর জুন মাসে 19,999 টাকা দামে লঞ্চ হয়ছিল।

আরও পড়ুন: 7000mAh বিশাল ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM সহ Realme 15 Pro 5G এবং Realme 15 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত

OnePlus Nord CE4 Lite

ব্যাঙ্ক অফারের কথা বলে, BOBCARD কার্ড পেমেন্টে 10 শতাংশ যা 1250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 15,575 টাকা হয় যাবে। সেই হিসেবে লঞ্চ দাম থেকে এটি প্রায় 4424 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, নর্ড সিই৪ লাইট ৫জি ফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া। যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz রয়েছে। প্রসেসর হিসেবে নর্ড সিই৪ লাইট ৫জি ফোনটি কোয়ালকম Snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে। নর্ড সিই৪ লাইট ৫জি ফোনটি Android 14 ভিত্তিক OxygenOS 14 এ কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে নর্ড সিই৪ লাইট ৫জি ফোনের রিয়ারে OIS সাপোর্টে সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল এর ডেপথ ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য EIS সাপোর্ট সহ 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওায় যাবে। পাওয়ার দিতে নর্ড সিই৪ লাইট ৫জি ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 1 অগাস্ট থেকে বদলে যাবে UPI পেমেন্টের নিয়ম, Google Play, PhonePe এখন পাবেন না এই সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :