Nothing Phone 3 Launching Today India Price Expected Features and Specifications
নাথিং তার আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইস Nothing Phone 3 লঞ্চ করতে চলেছে। তবে নতুন নাথিং ফোন 3 বাজারে আসার আগেই Nothing Phone 2 এর দাম একধাপে অনেকটা কমে গেছে। দাম কম হওয়ার পর ফোনটি একধাপে অনেকটা সস্তা হয় গেছে। 2023 সালে লঞ্চ হওয়া এই নাথিং ফোনে একাধিক দুর্দান্ত ফিচার অফার করা হয়েছে। ট্রান্সপেরেন্ট ডিজাইন এবং glyph ইন্টারফেস সহ আসা নাথিং ফোন ২ ফোনটি একধাপে 15000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক নাথিং ফোন ২ ফোনের নতুন দাম কত এবং অফার কী।
লঞ্চের সময় নাথিং ফোন ২ ফোনটি 44,999 টাকা দামে বাজারে চালু করা হয়েছিল। তবে এই ফোনটি অফারের পর 29,000 টাকার কম দামে কেনা যেতে পারে।
আরও পড়ুন: 14 হাজার টাকার কম দামে OPPO লঞ্চ করল 6000mAh ব্যাটারি এবং মিলিট্রি গ্রেড মজবুত 5G ফোন
দামের কথা বললে, নাথিং ফোন ২ বর্তমানে 30,999 টাকায় Amazon সাইটে লিস্ট করা। তবে যেমনটি আমরা আগেই জানিয়েছি যে নাথিং ফোনের আসল দাম 44,999 টাকা ছিল। যার মানে ফোনে সোজা 14,000 টাকা ছাড়ে দেওয়া হচ্ছে।
গ্রাহকরা কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে নাথিং ফোন ২ তে 2000 টাকার ছাড় পেতে পারেন। যার পরে ফোনটি 28,998 টাকা দামে কেনা যাবে।
এছাড়া ই-কমার্স সাইট অ্যামাজন গ্রাহকদের 28,000 টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, নাথিং ফোন ২ তে 6.7-ইঞ্চি LTPO OLED FHD+ ডিসপ্লে সহ 1000 পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। নাথিং ফোনটি অক্টা-কোর কোয়ালকম Snapdragon 8+ Gen 1 চিপসেটে কাজ করে যা 12GB RAM সহ পেয়ার করা। নাথিং ফোন ২ কাজ করে Android 13 অপারেটিং সিস্টাম।
পাওয়ার দিতে নাথিং ফোন ২ তে দেওয়া হয়েছে 4700mAh ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির ক্ষেত্রে নাথিং ফোন ২ তে পাওয়া যাবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ পেয়ার করা। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: একধাপে দাম কমল Samsung Galaxy S24 FE 5G ফোনের, একসাথে 25000 টাকা হল সস্তা