7000 টাকার কম দামে 50MP ক্যামেরা সহ Motorola ফোন কেনার সুযোগ, দুর্দান্ত ছাড় সহ আর কী রয়েছে অফার জানুন

Updated on 10-Mar-2025
HIGHLIGHTS

7000 টাকার কম দামের নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে Flipkart সাইটে দুর্দান্ত ডিল দেওয়া হচ্ছে

ফ্লিপকার্ট Big saving Days সেলে আপনি Motorola G05 ফোনটি সেরা অফারের সাথে কিনতে পারবেন

মোটোরোলা জি05 ফোনটি 50MP ক্যামেরা এবং 5200mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে

7000 টাকার কম দামের নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে Flipkart সাইটে দুর্দান্ত ডিল দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট Big saving Days সেলে আপনি Motorola G05 ফোনটি সেরা অফারের সাথে কিনতে পারবেন। মোটোরোলা জি05 ফোনটি 50MP ক্যামেরা এবং 5200mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি05 ফোনটি কত টাকা দামে কেনা যাবে এবং ফিচার কী রয়েছে।

Motorola G05 ফোনের Flipkart প্রাইস কত

ফ্লিপকার্ট সাইটে চলছে বিগ সেভিং ডেজ সেল, যেখানে মোটো জি05 ফোনটি মাত্র 6999 টাকায় লিস্ট করা। 13 মার্চ পর্যন্ত চলা এই সেলে IDFC FIRST Power Women Platinum and Signature ডেবিট কার্ড পেমেন্টে ফোনটি 750 টাকা ছাড়ে কেনা যাবে। এছাড়া থাকছে Flipkart Axis Bank ক্রেডিট কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আগামী মাসেই ভারতে আসছে Vivo এর নতুন সস্তা স্মার্টফোন, লিক হল দাম এবং স্পেসিফিকেশন

এখানেই শেষ নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে 4650 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

মোটোরোলা জি05 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

কোম্পানি এই ফোনে 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এটি 1000 নিট পিক ব্রাইটনেস লেভল এবং 90Hz এর রিফ্রেশ রেট সহ আসে। কোম্পানি এই ফোনে 4GB RAM এবং 64GB স্টোরেজ অফার করছে। এছাড়া এতে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করে। যার পরে ফোনে মোট 12 জিবি RAM হয় যাবে।

প্রসেসর হিসেবে এতে আপনি মিডিয়াটেক হেলিও জি81 আল্ট্রা প্রসেসর পাওয়া যাবে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে এলইডি ফ্ল্যাশ লাইট সহ 50MP মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে মোটো জি05 ফোনে 5200mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 15 এ কাজ করে।

আরও পড়ুন: Airtel এর 77 দিনের ভ্যালিডিটি সহ সস্তা রিচার্জ প্ল্যান, 500 টাকার কম দাম দুই মাসের বেশি আনলিমিটেড কলিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :