Best LED TV Under Rs 6000 available on Amazon
সস্তা স্মার্ট টিভি কিনতে চান তবে Kodak কোম্পানি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। কোডাক কোম্পানির Smart TV মাত্র 6499 টাকায় কেনা যাবে। তবে বলে দি যে এই দামে ফোনটি কিনতে কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন হবে না। গ্রাহকরা কোনো অফার ছাড়াই এই স্মার্ট টিভিটি এই দামে কিনতে পারবেন। শুধু তাই নয়, আপনি যদি ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্টে করেন তবে টিভির দাম 6000 টাকার কম হয় যাবে।
কোডেক এর 24 ইঞ্চির স্মার্ট টিভি Amazon সাইটে 6499 টাকায় বিক্রি হচ্ছে।
কোম্পানির Kodak 24 inches Special Edition Series HD Ready Smart LED TV 24SE500 মডেলটি এই দামে কেনা যাবে। যার জন্য কোনো কার্ড বাা কুপন ডিসকাউন্টের প্রয়োজন হবে না।
তবে Federal Bank এবং IDFC FIRST Bank ক্রেডিট কার্ড পেমেন্টে কোম্পানি 7.5 শতাংশ ছাড় দিচ্ছে। এই ছাড়ের পর টিভির দাম কমে 6499 টাকা হয় যাবে।
কোডাক টিভিতে 24-ইঞ্চির HD Ready স্ক্রিন দেওয়া। এটি 1366 x 768 পিক্সেল রেজোলিউশন, 60Hz রিফ্রের রেট, 350 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
এই টিভিটি Linux অপারেটিং সিস্টামে কাজ করে। এতে MLogic কোয়াড কোর প্রসেসর এবং Mali G31 GPU দেওয়া হয়েছে। এছাড়া এতে 512MB RAM এবং 4GB স্টোরেজ দেওয়া হয়েছে।
গ্রাহকরা তাদের পছন্দের OTT অ্যাপ যেমন SonyLiv, Prime Video, YouTube এবং Zee5 দেখতে পারবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে এই স্মার্ট টিভিতে 2 HDMI পোর্ট সহ 2 USB পোর্ট রয়েছে।
আরও পড়ুন: 10,000 টাকার কম দামে Samsung লঞ্চ করল 5G স্মার্টফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে ফোনে