Redmi A5 সম্প্রতি ইন্ডোনেশিয়া বাজারে লঞ্চ করা হয়েছিল। আজ রেডমি এ5 ফোনটি ভারতে আসতে প্রস্তুত। কোম্পানি ভারতীয় লঞ্চের আগেই আপকামিং রেডমি ফোনের ডিজাইন, কালার অপশন এবং মেইন স্পেসিফিকেশন প্রকাশ করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক রেডমি এ5 ফোনে কী ফিচার থাকবে।
রেডমি এ5 ভারতে আজ 15 এপ্রিল দুপুর 12 টায় লঞ্চ হবে। কোম্পানির আপকামিং রেডমি ফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং Xiaomi ই স্টোর থেকে কেনা যাবে।
আপকামিং ফোনটি ভারতে জেসেলমের গোল্ড, জাস্ট ব্ল্যাক এবং পন্ডিচেরি ব্লু কালার অপশনে আসবে। কোম্পানির দাবি এতে 120Hz রিফ্রেশ রেট সহ সেগামেন্টের সবচেয়ে বড় এবং স্মুদ ডিসপ্লে দেওয়া হবে।
পাওয়ার দিতে ফোনে 5200mAh ব্যাটারি অফার করা হবে। কোম্পানির দাবি যে এই ব্যাটারি পুরো দিন চলবে। কোম্পানি এই ফোনে চোখের সুরক্ষার জন্য TUV সার্টিফিকেশন অফার করছে।
গ্লোবাল এডিশন থেকে আমরা আশা করছি যে প্রসেসর হিসেবে রেডমি এ5 ফোনে 12nm Unisoc T7250 চিপসেট থাকবে। তবে যদি এটি ঠিক হয় তবে রেডমি এ4 5জি এবং রেডমি এ3 প্রো 4জি ফোনের তুলনায় এটি স্লো প্রসেসর হবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্লোবাল এডিশনে 32MP ক্যামেরা দেওয়া। সাথে ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা রয়েছে। তবে আপকামিং ফোনের তুলনায় Redmi A4 5G এবং Redmi A3 Pro 4G ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়ছিল।
দামের কথা বললে, কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী ফোনের দাম ভারতে 10,000 টাকার কম হবে।
আরও পড়ুন: 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া Samsung 5G ফোন, জানুন কোথায় পাবেন ডিসকাউন্ট