Moto G04s: 50MP AI ক্যামেরা সহ ভারতে এই দিন লঞ্চ হবে নতুন মোটোরোলা ফোন, দেখে নিন কেমন হবে ফিচার

Updated on 24-May-2024
HIGHLIGHTS

Motorola ভারতে নতুন Moto G04s আনতে চলেছে

এতে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 5000mAh ব্যাটারি মতো ফিচার থাকবে

মোটো G04s ফোনটি ভারতে আগামী সপ্তাহ অর্থাৎ 30 মে লঞ্চ হবে

Motorola এপ্রিল মাসে গ্লোবাল মার্কেটে তার Moto G04s স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন কোম্পানি এই ফোনটি ভারতীয় বাজারে আনতে চলেছে। কোম্পানি তার নতুন স্মার্টফোনের ভারতীয় লঞ্চের ঘোষনা করেছে। ই-কমার্স সাইট Flipkart -এ আপকামিং মোটো ফোনের মাইক্রোসাইট প্রকাশ করেছে। মাইক্রোসাইট থেকে আপকামিং ফোনের লঞ্চের তারিখও জানা গেছে।

বলে দি যে এটি একটি এন্ট্রি মোবাইল হবে। এতে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 5000mAh ব্যাটারি মতো ফিচার থাকবে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে আপকামিং মোটোরোলা ফোনে।

আরও পড়ুন: HMD আনল সস্তা স্মার্টফোন, 4GB RAM এবং 5000mAh ব্যাটারি রয়েছে ফোনে

MotoG04s ভারতে কবে হবে লঞ্চ

অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে মোটো G04s ফোনটি ভারতে আগামী সপ্তাহ অর্থাৎ 30 মে লঞ্চ হবে।

ফ্লিপকার্ট মাইক্রো সাইটে ফোনে সমস্ত স্পেসিফিকেশন এবং কালার অপশনও জানানো হয়েছে।

অনুমান করা হচ্ছে যে মোটো জি০৪এস মোবাইলটি 8 বা 10 হাজার টাকার দামে আসতে পারে।

Moto G04s India launch set for May 30th: Key specs confirmed

Moto G04s ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী

ডিসপ্লে: ফ্লিপকার্ট সাইট অনুযায়ী, মোটো G04s ফোনে 6.6-ইঞ্চি ডিসপ্লে হবে। এটি 90Hz রিফ্রেশ রেটে কাজ করবে।

প্রসেসর: মোটো জি০৪এস একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে, যা UniSoC T606 প্রসেসর সহ আসবে।

RAM এবং স্টোরেজ: ফোনে 4GB RAM এবং 64GB স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এছাড়া এতে ভার্চুয়াল RAM থাকতে পারে।

ক্যামেরা : ফটোগ্রাফির জন্য ফোনে 50MP AI সেন্সর থাকবে, যা পোট্রেট মোড এং অটো নাইট ভিসন সাপোর্ট সহ আসবে।

ব্যাটারি: পাওয়ার দিতে আপকামিং ফোনে থাকবে 5000mAh ব্যাটারি। কোম্পানির মতে ফোনটি 20 ঘন্টার মিউজিক প্লেব্য়াক দিতে পারে।

আরও পড়ুন: Oppo Reno 12, Reno 12 Pro: 50MP সেলফি ক্যামেরা এবং 16GB RAM সহ লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :