Brightest Flagship Display with Realme GT 6T 5G price drops to under Rs 25000 on Amazon
25 হাজার থেকে 30 হাজার টাকার দামে পাওয়ারফুল পারফরম্যান্স সহ ফোন খুঁজছেন তবে realme GT 6T 5G আপনার জন্য সেরা অপশন হতে পারে। বিশেষ জিনিষ হল যে রিয়েলমি জিটি 6টি 5জি ফোনে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। রিয়েলমি জিটি 6টি 5জি ফোনের 8GB RAM সহ মডেলটি কম দামে কেনা যাবে। রিয়েলমি জিটি 6টি 5জি ফোনের বিশেষ জিনিষ হল যে বিশ্বের সবচেয়ে ব্রাইট ডিসপ্লে দেওয়া।
রিয়েলমি জিটি 6টি ফোনে 3000 টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কুপন অফার ছাড়া এই ফোনে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। যার পরে রিয়েলমি জিটি 6টি ফোনে 5000 টাকার মোট ছাড় পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক ছাড়ের পর রিয়েলমি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
রিয়েলমি জিটি 6টি ফোনটি Amazon সাইটে 28,998 টাকায় লিস্ট করা। অ্যামাজন সাইটে রিয়েলমি জিটি 6টি ফোনে 3000 টাকার কুপন অফার করা হচ্ছে। কুপন ছাড়ের পর রিয়েলমি জিটি 6টি ফোনের দাম কমে 25,998 টাকা হয় যাবে। এই দামে ফোনের 8GB+256GB স্টোরেজ মডেল কেনা যাবে।
শুধু তাই নয়, কোম্পানি এই রিয়েলমি ফোনে ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম কমে 23,998 হয় য়াবে। যার মানে রিয়েলমি ফোনে 5000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফারও। এতে 27,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
কোম্পানি এই ফোনে 6.78-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া। ফোনে 6000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস লেভল এবং 120Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে।
মেমোরি হিসেবে এই ডিভাইসটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট দেওয়া।
প্রসেসর হিসেবে রিয়েলমি জিটি 6টি ফোনে Snapdragon 7+ Gen 3 চিপসেট দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি 6টি ফোনে 50MP মেইন ক্যামেরা দেওয়া। এছাড়া এতে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য রিয়েলমি ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে রিয়েলমি জিটি 6টি ফোনটি 5000mAh এর ব্যাটারি অফার করে। এটি 120W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে ভারতে 5G ফোন আনছে Samsung, কম দামে মিলবে দুর্দান্ত ফিচার