স্ন্যাপড্র্যাগন 636 যুক্ত BlackBerry Key 2 LE লঞ্চ হল

HIGHLIGHTS

BlackeBerry Key2 LE ফোনটি 4GB র‍্যাম আর 32GB আর 64GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হল

স্ন্যাপড্র্যাগন 636 যুক্ত BlackBerry Key 2 LE লঞ্চ হল

BlackBerry তাদের Key 2 LE স্মার্টফোনটি লঞ্চ করেছে যা ফুল QWERTY কিবোর্ড যুক্ত। আর এই স্মার্টফোনটি কিছু দিন আগে লঞ্চ হওয়া BlackBerry Key 2 ফোনের কম শক্তিশালী ভার্সান। Key2 LE ফোনে ফিজিকাল কিবোর্ড আর ডুয়াল রেয়ার ক্যামেরা আছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Key2 LE র ভেরিয়েন্ট আর দাম

Key2 LE ফোনে 4GB র‍্যাম আর 32Gb আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট আছে। 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $399(28,283 টাকা) আর সেখানে এর 64GB ভেরিয়েন্টের দাম $449(31,827টাকা)। আর এই স্মার্টফোনটি স্লেট, শ্যাম্পেন আর অ্যাটর্মিক গ্রে কালারে কেনা যাবে। আর এই ডিভাইসের ভারতের দাম আর কবে থেকে এখানে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Key2LE র স্পেক্স

Key 2 LE ফোনটি তাদের আগের ফোনের মতনই U শেপের আর এর ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশান যুক্ত। এই ডিভাইসের ব্যাক প্যানেলে টেকসচার প্যাটার্ন আছে আর এটি ভাল গ্রিপ দেয়। BlackBerry এই ফোনে 4.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে দিয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 3:2 আর এটি 24বিট কালার ডেপথ, 434 PPO আর 1620x1080p রেজিলিউশানের। আর এই স্মার্টফোনটি অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 যুক্ত। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে। আর এই ডিভাইসের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

আমরা যদি এই ফোনের ক্যামেরা বিষয়ে কথা বলি তবে এই ফোনে 13MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এটি ডুয়াল টোন LED ফ্ল্যাশ যুক্ত। আর এটি বোখে শট, HDR, 30fps য়ে 4K ভিডিও রেকর্ডিং করতে পারে। আর এই ফোনের ফ্রন্টে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে DTEK সিকিউরিটি শুট আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo