Biggest discount on 6000mAh Battery phone Samsung Galaxy M35 5G price drop Amazon
আপনি যদি Samsung স্মার্টফোন পছন্দ করেন এবং মিড বাজেটে একটি ভাল ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন তবে এটাই সুযোগ। আসলে Amazon Electronics Premier League সেলে 6000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে Samsung Galaxy M35 5G ফোন। স্যামসাং গ্যালাক্সি এম35 ফোনটি 6000mAh এর বড় ব্যাটারি এবং 50MP OIS ক্যামেরা সহ আসে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনটি।
স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে আসে। এতে 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 19,999 টাকায় লঞ্চ হয়ছিল। এখন সোজা 5000 টাকায় অ্যামাজন বিক্রি হচ্ছে এই ফোন। ছাড়ে পর ফোনের দাম কমে 14,999 টাকা হয় যাবে।
আরও পড়ুন: 7300mAh ব্যাটারি সহ আগামী মাসেই আসছে iQOO Z10 5G, লঞ্চ তারিখ প্রকাশ
সাথে রয়েছে ব্যাঙ্ক অফার। গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড EMI পেমেন্টে 1000 টাকা ছাড় পাবেন।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনে 6.6-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
কোম্পানি এই ফোনে ভেপার কুলিং চেন্বর অফার করেছে যা ফোনকে গরম হতে দেবে না।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনে রয়েছে 50MP OIS সহ মেইন ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। ফোনের ফ্রন্টে পাওয়া যাবে 13MP সেলফি ম্যাক্রো ক্যামেরা।
পাওয়ার দিতে গ্যালাক্সি এম35 5জি ফোনে দেওয়া হয়েছে 6000mAh এর বড় ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি যে একবার 100 শতাংশ চার্জে ফোনটি 2 দিন পর্যন্ত কাজ করবে। এই ফোনে 4 বছরের OS আপডেট পাওয়া যাবে, যা ফোনকে 4 বছর পর্যন্ত নতুন রাখবে।
আরও পড়ুন: 5000 টাকা সস্তায় কেনা যাবে সদ্য লঞ্চ হওয়া OnePlus 5G ফোন, রয়েছে তিনটি 50MP ক্যামেরা এবং 100W চার্জিং