Apple এর নতুন ফ্ল্যাগশিপ iPhone 14 যদি কিনতে চাইছেন তবে, Amazon Great Summer Sale আপনাকে দিচ্ছে দারুন সুযোগ। আইফোন 14 সেলে 79,900 টাকার বদলে 66,999 টাকা লিস্ট করা রয়েছে। তবে আপনি এই ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।
নতুন আইফোন কেনার এরচেয়ে ভাল সুযোগ আর হবে না। তবে দেরি না করে আসুন জেনে নেওয়া যাক এই ফোনের ডিল সম্পর্কে…
Great Summer Sale-এ আইফোন 14 ফোনটি 66,999 টাকায় বিক্রি করা হচ্ছে। এই দামে আপনি ফোনের 128GB স্টোরেজ মডেলটি কিনতে পারবেন। তবে এই ফোনে আরও 1000 টাকা কম হতে পারে, যদি আপনি ব্যাঙ্ক অফার ব্যবহার করেন। এই ভাবে আপনি মাত্র 65,999 টাকায় এই ফোনটি কিনতে পারবেন।
iPhone 14 ফোনে 6.1-ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে। ফোনটি কোম্পানির A15 Bionic চিপসেটে কাজ করে। এছাড়া ফোনে 12 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।
আইফোন 14 ফোনটি একবার চার্জে 15 ঘন্টা ব্যাটারি লাইফ দেওয়ার দাবি করে। তবে দিনের শেষে আপনাকে ফোনটি চার্জ করতে হবে।