Buy Best 5G Smartphones under Rs 15000 Realme Vivo CMF from Amazon deal
ভিভো সম্প্রতি ভারতে তার নতুন বাজেট স্মার্টফোন Vivo T4x 5G লঞ্চ করেছিল। ভিভো টি4এক্স 5জি ফোনটি কম দামে দুর্দান্ত ফিচার এবং স্পেক্সিফিকেশন অফার করে। ভিভোর এই ফোনের সেল Flipkart সাইটে শুরু হয়েছে। ভিভো টি4এক্স 5জি ফোনে 8GB পর্যন্ত RAM, 50MP ক্যামেরা এবং 6500mAh এর ব্যাটারি মতো ফিচার দেওয়া। গ্রাহকরা ফোনটি ডিসকাউন্ট অফারের সাথে কম দামে কিনতে পারবেন।
ভিভো টি4এক্স 5জি ফোনের বিক্রি ফ্লিপকার্ট থেকে করা হচ্ছে। এই ফোনটি দুটি 6GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ অপশনে আনা হয়েছে। ফোনের বেস মডেল 6জিবি ভ্যারিয়্যান্টের দাম 13,999 টাকা এবং দ্বিতীয় ভ্যারিয়্যান্টের দাম 16,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: 11 হাজারের কম বাজেটে 5G স্মার্টফোন, এই 5টি মডেল, লিস্টে রয়েছে Samsung, POCO থেকে Realme
গ্রাহকরা যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 500 টাকার ছাড় পাবেন। যার পরে ফোনে দাম কমে 13,499 টাকা হয় যাবে।
নতুন ভিভো টি4এক্স 5জি ফোনে 6.72-ইঞ্চি ডিসপ্লে দেওয়া, যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ভিভো ফোনে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 7300 পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 6500mAh এর ব্যাটারি দেওয়া, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি4এক্স 5জি ফোনে 50MP AI রিয়ার ক্যামেরা দেওয়া। যার সাথে 2MP বোকেহ ক্যামেরা পেয়ার করা। সেলফি তোলার জন্য এতে 8MP HD ক্যামেরা পাওয়া যাবে।
আরও পড়ুন: Airtel এর পর এবার Starlink এর সাথে হাত মেলাল Jio, মিলবে সুপারফাস্ট ইন্টারনেট