Big battery Poco X7 Pro 5G gets price discount on Flipkart sale
পোকো এই বছর জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Poco X7 Pro 5G স্মার্টফোন ডিসকাউন্টে কেনার সুযোগ রয়েছে। Flipkart এই ফোনের দাম কম হওয়ার পাশাপাশি, ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। যার পরে ফোনটি আরও সস্তা দাম হবে। গ্রাহকরা পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন পোকো এক্স৭ প্রো ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক পোকো এক্স৭ প্রো ৫জি ফোনে কত টাকা অফার পাওয়া যাবে।
ফ্লিপকার্ট সাইটে পোকো এক্স৭ প্রো ৫জি ফোনের 8GB RAM+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টটি 23,999 টাকা দামে লিস্ট করা। তবে জানুয়ারি মাসে পোকো এক্স৭ প্রো ৫জি ফোনটি 26,999 টাকা দামে লঞ্চ করেছিল। যার মানে পোকো ফোনটি 3000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: 13 হাজার টাকার কম দামে আসছে OPPO এর 7000mAh ব্যাটারি সহ পাওয়ারহাউস ফোন
ব্যাঙ্ক অফারের কথা বললে, এক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ডেবিট কার্ড থেকে পেমেন্ট করলে 5 শতাংশ (750 টাকা) পর্যন্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম কমে হয় যাবে 23,249 টাকা।
এক্সচেঞ্জ অফারে পুরনো ফোনে 18,400 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর কবরে। লঞ্চ প্রাইস থেকে এই ফোনটি 3750 টাকা সস্তায় পাওয়া যাবে।
ফিচার হিসেবে পোকো এক্স৭ প্রো ৫জি ফোনে রয়েছে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2712×1220 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিট পিক ব্রাইটনেস রয়েছে। এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা প্রসেসরে কাজ করে। এই স্মার্টফোন Android 15 ভিত্তিক HyperOS 2.0 তে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে পোকো এক্স৭ প্রো ৫জি ফোনরে রিয়ারে OIS এবং EIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে পোকো এক্স৭ প্রো ৫জি ফোনে 6550mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 90W হাইপারচার্জ সাপোর্ট করে।