Nokia 5 এর জন্য বিটা ওরিও আপডেট পাওয়া শুরু হয়েছে

HIGHLIGHTS

HMD গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার Juho Sarvikas এও জানিয়েছেন যে Nokia 6 কে খব তাড়াতাড়ি ওরিও বিটা আপডেট পাবে

Nokia 5 এর জন্য বিটা ওরিও আপডেট পাওয়া শুরু হয়েছে

ফ্ল্যাগশিপ ডিভাইসের আপডেটের পরে HMD গ্লোবাল এবার Nokia 5 ফোনটির দিকে মনোযোগী হয়েছে আর এবার একে বিটা লেবসের দিকে নিয়ে এসেছে। আর এবার আপনি টেস্ট ড্রাইভে সাইন আপ করতে পারেন যা অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর ক্লোজ ভার্শেন হবে।
 
এখনও অব্দি সফটোয়্যার তৈরি হয়নি কিন্তু আপনি যদি কিছু বাগসের সঙ্গে আপনার ফোন ব্যবহার করতে পারেন তবে আপনি বিটা লেবসে অংশ গ্রহণ করতে পারেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

HMD গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার Juho Sarvikas এও জানিয়েছেন যে Nokia 6 কে খব তাড়াতাড়ি ওরিও বিটা আপডেট পাবে।

এখন এই আপডেটটির বিষয়ে কোন তারিখ জানা যায়নি কিন্তু  Nokia 8 এর জন্য 25 অক্টোবর বিটা টেস্টিং শুরু হয়েছিল আর 10 নভেম্বর সেই টেস্টিং শেষ হয়। আর এর পরে 24 নভেম্বর থেকে এর আপডেট দেওয়া শুরু হয়। তাই এভাবেই Nokia 5 ফোনটি এক মাসের মধ্যে ওরিও আপডেট পেয়ে যেতে পারে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo