11 হাজারের কম বাজেটে 5G স্মার্টফোন, এই 5টি মডেল, লিস্টে রয়েছে Samsung, POCO থেকে Realme

Updated on 16-Mar-2025
HIGHLIGHTS

5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, কিন্ত বাজেট কম

Amazon সাইটে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে Samsung, POCO থেকে Realme এর Best selling 5G Smartphones

তালিকায় 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8GB RAM সহ আসা 5জি ফোন

Best selling 5G Smartphones: 5জি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, কিন্ত বাজেট কম। এখানে আমরা সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে বলবো যা একটি 5জি ডিভাইস। এই সমস্ত ফোন Amazon সাইটে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। তালিকায় 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8GB RAM সহ আসা 5জি ফোন। আসুন জেনে নেওয়া যাক কোন ফোনটি সবচেয়ে সেরা।

Samsung Galaxy M06

অ্যামাজন সাইটে স্যামসাং গ্যালাক্সি এম06 5জি ফোনটি 500 টাকার কুপন অফারের সাথে 9499 টাকায় বিক্রি হচ্ছে। গ্যালাক্সি এম06 ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলটি কেনা যাবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট, 50MP মেইন ক্যামেরা সহ 8MP সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি ফাস্ট চার্জিং মতো ফিচার রয়েছে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ নতুন Samsung 5G ফোনের সেল শুরু, প্রথমেই ছাড়ে কেনার সুযোগ

Samsung Galaxy M16 5G

স্যামসাং গ্যালাক্সি এম16 ফোনটি অফারের পর 11,499 টাকা দামে বিক্রি হচ্ছে। এই দামে কিনতে গ্রাহকদের Axis বা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এই দামে ফোনের 4GB+128GB স্টোরেজ কেনা যাবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে। এতে 50MP মেইন লেন্স এবং 13MP সেলফি ক্যামেরা দেওয়া। ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি সাপোর্ট করে।

Redmi 14C 5G

রেডমি ফোনটি অফারের সাথে 9499 টাকার দামে কেনা যাবে। এই দামে ফোনের 4GB+64GB স্টোরেজ মডেল লিস্ট করা। রেডমি 14সি 5জি ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট রয়েছে। এতে 50MP মেইন ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 33W ফাস্ট চার্জিং সহ 5160mAh ব্যাটারি সাপোর্ট করে।

realme NARZO N65

রিয়েলমির এই ফোনটি 12,498 টাকায় লিস্ট করা। তবে অ্যামাজন এই ফোনে 2250 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে। যার পরে ফোনের দাম কমে 10,248 টাকায় কেনা যাবে। ফোনে 6GB+128GB স্টোরেজ, ডাইমেনসিটি 6300 5জি চিপসেট, 50MP AI ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি দেওয়া।

POCO X6 Neo

পোকো ফোনটি অফারের সাথে 10,499 টাকার দামে বিক্রি হচ্ছে। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ দেওয়া। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট, 108MP মেইন ক্যামেরা সহ 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 33W ফাস্ট চার্জিং সহ 5000mAh এর বড় ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: Airtel এর 365 দিনের ভ্যালিডিটি সহ সেরা প্ল্যান, কম খরচে পুরো 1 বছর বার-বার রিচার্জ থেকে মুক্তি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :