REDMI NOTE 8 , REDMI NOTE 8 PRO ফোনের দাম জানা গেছে, দেখা গেছে ফোনের বক্সও

Updated on 27-Aug-2019
HIGHLIGHTS

শাওমি রেডমি নোট 8 প্রো ফোনের দাম RMB 1799 টাকা হতে পারে

6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আর 8GB র‍্যাম আর 128GB স্টোরেজে এই ফোন আসতে পারে

জানা গেছে শাওমির রেডমি নোট 8 প্রো স্মার্টফোনটি কোম্পানি চিনে 29 আগস্ট লঞ্চ করবে। আর এই ফোনটি 64MP র ক্যামেরা যুক্ত প্রথম ফোন হবে। আর এই ফোনটি নিয়ে গ্রাহকদের মনে উৎসাহের শেষ নেই। আর এই ফোনের লঞ্চ ডেট সামনে আসছে তত এই ফনের বিষয়ে একের পরে এক বিভিন্ন খবর জানা যাচ্ছে।

সম্প্রতি একজন টিপস্টার এই ফোনের বিষয়ে বেশ কিছু লিক দিয়েছে। টিপস্টার অনুসারে এই রেডমি Note 8 আর রেডমি নোট 8 প্রো ফোনটি আপনারা পাবেন। আর এই লিক থেকে মনে হচ্ছে যে এই রেডমি নোট সিরিজ ফোন কম দামের মধ্যে আসবে।

আর এবার রেডমির জেনারেল ম্যানেজার Lu Weibing রেডমিনোট 8 Pro র রিটেল বক্স প্যাকেজিংয়ের সঙ্গে রিভিল করেছে। আর শাওমি প্রেসিডেন্ট Lin Bin রেডমি নোট 8 প্রো ফোনটি রিভিল করেছে আর এই নিয়ে দাবি করা হয়েছে যে এই ফোনের ব্যাটারি দুদিন চলবে। আর এর সঙ্গে রেডমি নোট 8 Pro ফোনের কাস্টাম ওয়ারক্রাফট এডিশান টিজ করা হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুসারে রেডমি নোট 8 প্রো ফোনের 6GB/128GB ভেরিয়েন্টের দাম 1,799 ইউয়ান মানে প্রায় 18,000 টাকা দামের মধ্যে হবে। আর সেখানে 8GB/128GB ভেরিয়েন্টটি আপনারা 2,099 ইউয়ান মানে প্রায় 21,000 টাকায় পাবেন। আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ মডেল 1,199 চিনা ইউয়ান মানে প্রায় 12,000 টাকায় লঞ্চ করা হবে।

 

Connect On :