19 জুন ভারতে ASUS 6Z নামে ASUS ZENFONE 6 আসতে পারে

Updated on 10-Jun-2019
HIGHLIGHTS

ভারতে Asus Zenfone 6 , Asus 6Z নামে আসবে

এই ফোনটি ভারতে 19 জুন আসতে পারে

ফোনটির বড় বৈশিষ্ট্য এর ক্যামেরা

তাইওয়ানের কোম্পানি আসুস স্পেনে তাদের Zenfone 6 ফোনটি ঞ্চ করেছে আর এবার এই ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। আর বলা হচ্ছে যে এই ফোনটি হয়ত ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে।

আর এবার কোম্পানির তরফে এও জানা গেছে যে এই ফোনটি ভারতে 19 জুন লঞ্চ করা হতে পারে। আর এই ফোনটি ভারতে Asus Zenfone 6 নামের বদকে Asus 6Z নামে লঞ্চ করা হতে পারে।

সম্প্রতি জানা গেছিল যে আসুস ভারতে জেন বা জেনফোনের ব্র্যান্ডিং করতে পারবেনা। আর এর মানে এই জে আপনারা স্মার্টফোনের অ্যাক্সেসারিজ হিসাবেও জেন বা জেনফোনের ব্র্যান্ডিং করা যাবে না। আর এবার দিল্লিতে হাই কোর্ট একটি নির্দেশ দেয় জে সেখানে ভারতে Asus Zenfone 6 কে Asus 6Z হিসাবে লঞ্চ করা যেতে পারে।

Asus Zenfone 6 য়ে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD +IPS ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 SoC আছে আর এই ফোনে 8GB র‍্যাম দেওয়া হয়েছে।

আর এই ফোনের বৈশিষ্ট্য ফোনের ক্যামেরা ফোনের একটি 48MP র ক্যামেরা f/1.79 আর অন্যটি 13MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা।

আর এই ফোনের এই ক্যামেরাটির সব থেকে বড় বৈশিষ্ট্য এই যে এই ক্যামেরাটিই এর ফ্রন্ট ক্যামেরা হিসাবে কাজ করে।

ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি আছে আর এই ফোনটি কুইক চার্জ 4.0 সাপোর্ট করে আর এই ফোনে 256GB ইন বিল্ড স্টোরেজ দেওয়া হয়েছে।আর এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :