SAMSUNG GALAXY NOTE 10 LITE য়ের প্রাথমিক দাম 35,990 টাকা হতে পারে

SAMSUNG GALAXY NOTE 10 LITE য়ের প্রাথমিক দাম 35,990 টাকা হতে পারে
HIGHLIGHTS

Samsung Galaxy Note 10 Lite ফোনটির প্রাথমিক দাম 35,990 টাকা হতে পারে

আপনাদের জানিয়ে রাখি যে OnePlus 7T, Asus ROG Phone 2 আর Realme X2 Pro র মতন ফোনের প্রতিযোগী হতে পারে

স্যামসাং ভারতে তাদের দুটি কম দামের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে আর এই galaxy S10 লাইট আর গ্যালাক্সি Note 10 লাইট ফোন হবে/ আর এর আগে গ্যালাক্সি S10 লাইট ফোনটির ভারতে সম্ভাব্য দাম 40,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে হতে পারে। আর এর একটি নতুন রিপোর্ট অনুসারে গ্যালাক্সি Note 10 লাইট ফোনটির দাম আবার জানা গেছে। আর এই ফোনের দাম ভারতে 35,990 টাকা থেকে শুরু হতে পারে। আর যদি তাই হয় তবে এই দামের মধ্যে একাধিক ফোনের সঙ্গে ফোনটির প্রতিযোগিতা হবে।

Note 10 Lite ফোনটি অফলাইন কেন্দ্রিক স্মার্টফোন হিসাবে আসবে বলে মনে করা হচ্ছে। আর গ্যালাক্সি S 10 lite আর নোট 10 লাইট বিষয়ে লঞ্চ 25 জানুয়ারি আর ফেব্রুয়ারির প্রথমে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy Note 10 Lite ফোনের সম্ভাব্য দাম

91mobiles য়ের রিপোর্ট অনুসারে গ্যালাক্সি নোট 10 লাইট ফোনের দুটি ভেরিয়েন্ট আসবে। আর এই ফোনে 6GB র‍্যামের সঙ্গে 35,990 টাকার রিটেল করা হতে পারে, আর এই ফোনের 8GB র‍্যাম মডেলটি 39,990 টাকায় বিক্রি করা হতে পারে। আর মনে করা হচ্ছে যে নোট 10 লাইট ফোনটির দাম 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে হতে পারে। তবে এখনও এটি একটি রিউমারই।

আর আমরা যদি স্যামসাং গ্যালাক্সি Note 10 লাইটের সবঙ্গে প্রতিযোগিতায় থাকা OnePlus 7T, Asus ROG Phone 2, Relame X2 Pro কে দকেহি তবে তাদের জন্য কঠিন সময় সামনে আসছে। এই ফোন গুলির দাম   34,999 টাকা( ওয়ানপ্লাস), 29,999 টাকা( রিয়েলমি), 37,999 টাকা ( আসুস)।

Samsung Galaxy Note 10 Lite ফোনের সম্ভাব্য স্পেক্স আর ফিচার্স

লিক ছবি অনুসারে পরবর্তী galaxy Note 10 লাইট ফোনটি একটি পাঞ্চ হোল ক্যামেরার সঙ্গে আসবে। আর এই ফোনে আপনারা পাতলা বেজেল পাবেন আর সঙ্গে নিচের দিকে থাকবে মোটা বেজেল। ফোনে ক্যামেরা বাম্প দেখা যাবে। আর এই ফোনে আমরা সেই সব দকেহতে পারেই যা আমরা এর আগে S11 ফোনে দেখেছি।

ক্যামেরার কথা বল্লে এই ফোনে মানে নোট 10 লাইট ফোনে 48Mp র মেম্ন ক্যামেরা থাকবে। আর সঙ্গে এই ফোনে S-Pen সাপোর্টের সুবিধা থাকবে যা ব্লুটুথ 5.1 কানেকশান থাকবে।

Geekbench  য়ের রিপোর্ট অনুসারে Samsung SM-N770F( সম্ভাব্য Galaxy Note 10 Lite) 6GB  র‍্যামের সঙ্গে আসবে যা অ্যান্ড্রয়েড 10 য়ে কাজ করবে। আর লিস্টিং থেকে এই ফোনে Exynos 9810 থাকবে বলে জানা গেছে। আর আর এই ফোনটি বেঞ্চমার্কের সিঙ্গেল কোর টেস্টে 667 আর মাল্টি কোর টেস্টে 2,030 স্কোর পেয়েছে।

Galaxy Note 10 Lite  ফোনে আর কি থাকবে সেই বিষয়ে বেশি কিছু জানা জায়নি আর এর লঞ্চ ডেটও জানা জায়নি। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট 10 লাইট ফোনটি একটি কম দামের ফোন হিসাবে আসবে। আর এই ফোনে আপনারা আর কি কি পাবেন তা ফোনটি এলেই জানা যাবে।

নোটঃ এটি একটি কাল্পনিক ছবি।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo