আইফোনের ওপর ফ্লিপকার্ট বিশাল ডিস্কাউন্ট দিচ্ছে, আইফোন কেনার এটা একটা ভাল সুযোগ

Updated on 10-Jan-2018
HIGHLIGHTS

এই সেলটি 9 জানুয়ারি থেকে শুরু হয়ে 15 জানুয়ারি অব্দি চলবে

অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে অ্যাপেল আইফনের ওপর স্পেশাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 8000 টাকা অব্দি ক্যাশব্যাক পাওয়া যাবে। এই সেলটি 9 জানুয়ারি থেকে শুরু হয়ে 15 জানুয়ারি অব্দি চলবে।

Apple iPhone X এর  64GB ভেরিয়েন্ট,এই সেলে মাত্র 89,000 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এর ওপর 8,000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

 

Apple iPhone 7 Plus এর 32GB ভেরিয়েন্ট,এই সেলে 56,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে আর এর আসল দাম্ এমনিতে 59,000টাকা। এর ওপর 5,000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

 

Apple iPhone 6s Plus এর 32GB ভেরিয়েন্ট,এই সেলে মাত্র 37,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এর আসল দাম এমনিতে 49,000 টাকা। আর এর ওপর 3,000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

Apple iPhone 7 এর দাম ও এই সেলে কমেছে। এই ফোনটির 32GB ভেরিয়েন্টটি মাত্র 42,999 টাকায় কেনা যেতে পারে। এর আস্ম দাম এমনিতে 49,000 টাকা। এর ওপর 5,000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

Apple iPhone 6 এর 32GB ভেরিয়েন্টটিও এই সেলে সস্তায় কিনতে পাওয়া যাচ্ছে। এর আসল দাম এমনিতে 29,500 টাকা তবে এই সেলে এই ফোনটি মাত্র 25,499 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এর ওপর 3,000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

Apple iPhone SE 32GB ফোনটিও এই সেলে 18,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এমনিতে এর দাম 26,000টাকা। এর ওপর 2500 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

Apple iPhone 8 ‘র 64GB ভেরিয়েন্টটি এই সেলে মাত্র 54,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এনিতে এর দাম 64,000টাকা। এর ওপর 8,000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

Connect On :