2020 সালের iPhones য়ে 5.42 ইঞ্চির, 6.06 ইঞ্চির আর 6.67 ইঞ্চির OLED স্ক্রিন থাকবেঃ রিপোর্ট

2020 সালের iPhones য়ে 5.42 ইঞ্চির, 6.06 ইঞ্চির আর 6.67 ইঞ্চির OLED স্ক্রিন থাকবেঃ রিপোর্ট
HIGHLIGHTS

Apple য়ের কিছু সূত্র জানিয়েছে যে পরবর্তী iPhones মানে 2020 সালে আসতে চলা iPhones য়ে OLED প্যানেল ব্যাবহার করা হতে পারে

Apple য়ের কিছু সূত্র জানিয়েছে যে পরবর্তী iPhones মানে 2020 সালে আসতে চলা iPhones য়ে OLED প্যানেল ব্যাবহার করা হতে পারে। এর মানে এই যে পরবর্তী তিনটি iPhone য়ে আপনারা নতুন স্ক্রিন সাইজের OLED ডিসপ্লে পাবেন। আর এছাড়া আপনাদের বলে রাখি যে এই ডিসপ্লে সাইজ প্রায় 5.42 ইঞ্চির কাছাকাছি হবে আর এছাড়া অন্য মডেলে 6.06 ইঞ্চির স্ক্রিন থাকবে আর এছাড়া আপনাদের বলে রাখি যে এর Max মডেলের স্ক্রিন 6.67 ইঞ্চির হতে পারে।

আমরা যদি এখনও পর্যন্ত সব থেকে ছোট iPhone য়ের বিষয়ে বলি তবে তবে তা 4.7 ইঞ্চির আর এটি iPhone 8 য়ে আপনারা 5.8 ইঞ্চির স্ক্রিন পাবেন আর iPhone XS য়ে একটি 6.06 ইঞ্চির মডেল আছে আর এর সঙ্গে আমরা যদি 6.5 ইঞ্চির স্ক্রিন যুক্ত iPhone XS Max য়ের কথা বলি তবে এটি 6.67 ইঞ্চির স্ক্রিনের আইফোন রিপ্লেস করা যায়। আর আমরা এই রিপোর্টটি সত্যি বলে মানলে অ্যাপেলের ফোনে বেশি বড় ডিসপ্লে থাকবে না।

আর কিছু অন্য রিপোর্ট অনুসারে অ্যাপেল OLED ডিসপ্লে আনতে চলেছে। আর দেখতে হবে যে 2019 সালের প্রথমে অ্যাপেল সম্পূর্ণ ভাবে OLED করা কিনা। তবে এবার মনে হচ্ছে যে তা 2020 সালে করা হতে পারে।

ভায়াঃ

Digit.in
Logo
Digit.in
Logo