অ্যাপেল আইফোন 11 প্রো, 11 প্রো ম্যাক্স ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

অ্যাপেল আইফোন 11 প্রো, 11 প্রো ম্যাক্স ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

অ্যাপেল আইফোন 11 প্রোর প্রাথমিক দাম 99 ডলার

এর সঙ্গে আইফোন 11 প্রো ম্যাক্সের প্রাথমিক দাম 1,199 টাকা

ভারতে 20 সেপ্টেম্বর থেকে ফোন গুলি পাওয়া যাবে

অ্যাপেল তাদের নতুন তিনটি আইফোন লঞ্চ করেছে। আর আপনাদের আজকে আমরা এখানে সেই আইফোনের বিষয়েই জানাব।

5.8 ইঞ্চির ডিসপ্লে যুক্ত iPhone 11 প্রো ফোনটি  iPhone XSয়ের পরের জেনারেহস্নাএ ফোন। আর আইফোন 11 প্রো ম্যাক্স ফোনটি 6.5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে এসেছে আর এটি  iPhone XS Maxয়ের পরের জেনারেশানের ফোন। আর দুটি একটি নতুন সুপার রেটিনা এক্সডআর ডিসপ্লে যুক্ত। আর এতে 1,200 নিটস ব্রাইটনেস আছে। স্ক্রিন 15% য়ের বেশি ব্রাইটনেশ যুক্ত। আর আইফোনের জায়গায় অডিও ডল্বি এটমস 10 য়ের মতন সুবিধা আছে।

নতুন আইফোন 11 প্রো ম্যাক্স ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে থাকবে। আর সব 12 মেগাপিক্সালের ক্যামেরা এর মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল, একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর টেলিফটো লেন্স আছে। আর আপফ্রন্টে আইফোনে 12মেগাপিক্সালের ক্যামেরা আছে যা একই ফিচার্স অফার করবে।

অ্যাপেল জানিয়েছে যে আইফোন 11 প্রো আইফোন XS য়ের তুলনায় 4 ঘন্টার বেশি ব্যাটারি লাইফ দেবে আর সেখানে আইফোন 11 প্রো ম্যাক্স আইফোন XS ম্যাক্সের তুলনায় 5 ঘন্টার বেশি ব্যাটারি লাইফ দেবে। অ্যাপেল বক্সে একটি 18W ফাস্ট চার্জার রেখেছে।

আইফোন 11 প্রো  999 ডলার(প্রায় 71,800টাকা ) থেকে শুরু হচ্ছে আর স্কেহানে প্রো ম্যাক্স 1,099 ডলার প্রায় (79,00 টাকা) থেকে শুরু হচ্ছে। আর দুটি 20 সেপ্টেম্বর বিক্রি করা হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo