অ্যান্ডি রুবিন এর Essential স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হবে

Updated on 19-Apr-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে

অ্যান্ড্রয়েডের কো ফাইন্ডার অ্যান্ডি রুবিন তাড়াতাড়ি নিজেদের স্মার্টফোন ব্র্যান্ড Essential এর নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে. এই আপ কামিং স্মার্টফোনটি বেঞ্চমার্কিং ওয়েবসাইট GFXBench এ দেখা গেছে.

এই স্মার্টফোনে 5.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে. এই ডিভাইসের রেজিলিউশন 2560 x 1312p. এই ডিভাইসের অ্যাসপেক্ট রেসিও 80:41 যা সম্প্রতি LGর ডিভাইসে দেওয়া অ্যাসপেক্ট রেসিওর কাছাকাছি.

আরো দেখুন: জিও এবার নিজেদের কিছু বিশেষ ইউজার্সদের ফ্রিতে 168GB 4G ডাটা দিচ্ছে

এই স্মার্টফোনের হার্ডওয়ারের দিকে তাকালে দেখা যাবে যে এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার থাকবে. এই ডিভাইসে 4GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ থাকার সম্ভাবনা আছে. এই ডিভাইসটিতে 12MP ক্যামেরা আছে.

এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা 8MP. এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে. এই ডিভাইসের ব্যাটারির বিষয়ে কিছু জানা যায়নি. কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে NFC, GPS, ব্লুটুথ আর ওয়াইফাই আছে.

আরো দেখুন: অ্যামাজন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করবে Fire TV stick

আরো দেখুন: Nokia6 অ্যান্ড্রয়েড 7.1.1 আপডেট পাবে

সোর্স: 

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :