Amazon Prime Day Sale-এর বাম্পার অফার! Mi 11 Lite সবথেকে কম দামে কেনার সুযোগ

Amazon Prime Day Sale-এর বাম্পার অফার! Mi 11 Lite সবথেকে কম দামে কেনার সুযোগ
HIGHLIGHTS

Mi 11 Lite ফোনে দুর্দান্ত ডিসকাউন্ট অফার

Amazon Prime Day Sale শুরু হবে 26 জুলাই রাত 12টা রাত এবং চলবে 27 জুলাই 11.59 রাত পর্যন্ত

Mi 11 Lite ফোন দুর্দান্ত ছাড় এবং অফারে কেনার সুযোগ

Amazon prime Day Sale 2021 আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে। এই সেল শুরু হবে 26 জুলাই রাত 12টা রাত এবং চলবে 27 জুলাই 11.59 রাত পর্যন্ত। সেল চলাকালীন দুর্দান্ত অফার দেওয়া হবে গ্রাহকদের। সেলে অনেক অফার দেওয়া হবে যেখানে স্মার্টফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টে প্রচুর ছাড় দেওয়া হবে। আপনিও যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে আমরা Mi 11 Lite ফোনে একটি দুর্দান্ত অফার সম্পর্কে আপনাদের বলবো। ফোনের ফিচার্স সম্পর্কে যদি বলি তবে ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, 4250 এমএএইচ ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তবে আসুন জেনে নেওয়া যাক সেল চলাকালীন কী কী অফার্স দেওয়া হচ্ছে।

Mi 11 Lite ফোনের দাম এবং অফার্স

Mi 11 Lite ফোনের হাই-এন্ড ভ্যারিয়্যান্টের দাম 24,490 টাকা। এর সাথে, বিভিন্ন ধরণের অফার দেওয়া হচ্ছে। এছাড়া থাকছে EMI অফারও। স্ট্যান্ডার্ড EMI এর আওতায় প্রতিমাসে 1,153 টাকায় দিতে হবে। একই সাথে এটি নো-কস্ট EMI-এর আওতায় মাসে 4,082 টাকায় কেনা যাবে। Amazon prime Day Sale-এ এই ফোনে 13,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ইউজাররা যদি তাদের পুরানো ফোনটি এক্সচেঞ্জ করে এই ফোনটি কিনে থাকেন এবং তারা সম্পূর্ণ এক্সচেঞ্জের টাকা পান তবে এই ফোনটি 11,090 টাকায় কিনতে পারবেন। বলে দি যে এই ফোনের হাই-এন্ড ভ্যারিয়্যান্টটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে 23,999 টাকায় কেনা যাবে।

এখান থেকে কিনুন

Mi 11 Lite: স্পেসিফিকেশন

Mi 11 Lite অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক MIUI 12 এ চলে। এতে 6.55 ইঞ্চি ফুল HD+ (1080×2400 পিক্সেল) AMOLED 10-বিট ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের আসপেক্ট রেশিও 20: 9 এবং রিফ্রেশ রেট 90 হার্জেড। ফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর এবং 6GB এবং 8GB RAM-এর বিকল্প রয়েছে। ফোনে 128GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

মি 11 লাইটে অ্যাপারচার এফ/1.79 এর সাথে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, অ্যাপারচার এফ/2.2 সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং অ্যাপারচার এফ/2.4 সহ 5 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিওগুলির জন্য, মি 11 লাইটে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইনফ্রারেড, জিপিএস / এ-জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার Mi 11 Lite-এ দেওয়া হয়েছে। ফোনের সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। হ্যান্ডসেটটিতে একটি 4250mAh ব্যাটারি রয়েছে যা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Digit.in
Logo
Digit.in
Logo