এখনই এই সেলের সদ্ব্যবহার করুন আর নিজের বেশ কিছু টাকা বাচন
অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে আজ থেকে “অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল” শুরু হয়েগেছে. এই সেল 11ই মে থেকে 14’ই মে অব্দি চলবে. এই সেলে অনেক গ্যাজেট আর ইলেক্ট্রনিক্স প্রোডাক্টে অনেক ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে. আমরা এখেন এরকম কিছু প্রোডাক্ট নিয় এসছি যার ওপর খুব ভাল ডিল পাওয়া যাচ্ছে. আপনারা এই ডিলের সুযোগ উঠিয়ে নিজেদের কিছু টাকা বাচতেই পারেন.
Moto G Plus, 4th Gen
এই স্মার্টফোনটি সেলের জন্য ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে. এতে 16GBর ইন্টারনাল স্টোরেজ আছে, এর আসল দাম Rs.13,499 কিন্তু এই সেলে এই স্মার্টফোনটি Rs.11,499 তে কেনা যেতে পারে. এতে 15% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে. এই সেলে ফোনটি কিনলে আপনি Rs.2,000 বাচাতে পারছেন.
এই স্মার্টফোনটি আপনি এই সেলের সুযোগ উঠিয়ে মাত্র Rs.9999 তে কিনতে পারবেন. এর এস দাম অবস্য Rs.10,999. এতে 32GB ইন্টারনাল স্টোরেজ আছে আর এটি গোল্ড রঙে পাওয়া যাবে. এতে 13MP রেয়ার ক্যামেরা আছে আর এর ফ্রন্ট ক্যামেরা 8MP. এর ডিসপ্লে 5.5 ইঞ্চির ফু; IPS যুক্ত. এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল.
এই ডিভাইসটিতে 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে. এই স্মার্টফোনটি তে অনেক ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে. এর আসল দাম Rs.60,000 কিন্তু এই সেলে এটি মাত্র Rs.43,000 দিয়ে কেনা যেতে পারে. ফোনটিতে 27% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে.
স্যামসং কিছুদিন আগেই ভারতে তাদের স্মার্টফোন গ্যালাক্সি C7 লঞ্চ করেছিল. এই ফোনটিতে 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে. এই সেলে এই ফোনটি মাত্র Rs.25,990 কেনা যেতে পারে. এতে 16MP রেয়ার আর ফ্রন্ট ক্যামেরা আছে.
এই ল্যাপটপটিতে i5 প্রসেসার, 8GB র্যাম আর 128GB’র ইন্টারনাল স্টোরেজ আছে. এর আসল দাম Rs.80,900 কিন্তু এই সেলে এটিতে 33% ডিস্কাউন্ট চলছে. এর পরে এটি মাত্র Rs.53,990 তে কিনতে পারা যাবে.