oneplus 11r mid range premium phone get limited time deal
Amazon Great Summer Sale 2023 সেল আজ অর্থাৎ 4 মে থেকে শুরু হয়ে গিয়েছে যা 10 মে পর্যন্ত চলবে। সেল চলাকালীন Amazon স্মার্টফোন, স্মার্ট ওয়াচ ছাড়াও একাধিক প্রোডাক্টে ডিসকাউন্ট অফার করছে। যদি স্মার্টফোনের ডিসকাউন্টের বিষয় বলি তবে এখানে আমরা iQOO 11 5G এবং OnePlus 11R 5G ফোনে পাওয়া অফার সম্পর্কে বলবো।
iQOO 11 5G এবং OnePlus 11R 5G দুটি ফোনই 50,000 টাকার দামে আসে। তবে আজ Amazon Great Summer Sale 2023 -এ খুবই সস্তা দামে কিনতে পারবেন। তবে আসুন জেনে নেওয়া যাক এই দুটি ফোনের অফার সম্পর্কে…
Amazon Sale-এ 11 শতাংশ ছাড়ের পর 54,999 টাকায় বিক্রি হচ্ছে iQOO 11 5G ফোনটি। ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। এছাড়া, Kotak Bank Credit Card থেকে পেমেন্টে 5000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে। এখান থেকে কিনুন
ওয়ানপ্লাস 11R 5G ফোনের অফার সম্পর্কে বললে, এটি Amazon এর Summer Sale-এ 39,998 টাকায় লিস্ট করা হয়েছে। আপনি যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তবে আপনি 250 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া রয়েছে Kotak Credit card EMI ট্রান্জেকশনেও 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। পাশাপাশি, গ্রাহকদের নো-কস্ট EMI অপশনও দেওয়া হচ্ছে। এখান থেকে কিনুন