Poco X6 Neo 5G smartphone price drop 3000 rs cheap on Amazon
Amazon Great Republic Day Sale আজ 13 জানুয়ারি রাত 12টা থেকে শুরু হয় গেছে। Prime Members-রা আজ দুপুর 12টা পর্যন্ত এই সেলের আর্লী সেলের এক্সেস নিতে পারবেন। বাকি সমস্ত গ্রাহকদের জন্য অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 13 জানুয়ারি দুপুর 12টা থেকে শুরু হবে। আপনি যদি এই সেলে দুর্দান্ত ছাড়ে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এটাই সুযোগ।
অফারের কথা বললে, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ পর্যন্ত ছাড় অফার করছে। এই সেলে আমরা সেলে স্মার্টফোনে পাওয়া দুর্দান্ত ছাড়ের বিষয় বলবো।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ Motorola ফোন আবারও হল সস্তা, 15000 টাকা দামে কেনার সুযোগ
ধুল এবং ওয়াটারপ্রুফ ডিজাইন সহ আসা রিয়েলমি নারজো এন61 স্মার্টফোন দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। নারজো এর এই ফোনটি 7,498 টাকায় অ্যামাজন রিপাবলিক ডে সেলে লিস্ট করা। এছাড়া ফোনে কোম্পানি 1000 টাকার কুপন অফার দিচ্ছে। যার পরে ফোনটি মাত্র 6498 টাকায় কেনা যাবে।
108MP ক্যামেরা সহ আসা পোকো এক্স6 নিও 5জি ফোনটি মাত্র 11,999 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কোম্পানি SBI ক্রেডিট কার্ড পেমেন্টে এই ফোনে 1000 টাকার ছাড় দেবে। যার পরে ফোনটি 10,999 টাকায় কেনা যাবে।
ওয়ানপ্লাস AI সহ আসা লেটেস্ট ওয়ানপ্লাস 13 ফোনটি 69,998 টাকায় লিস্ট করা। তবে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে কোম্পানি এই ফোনে 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। গ্রাহকরা SBI ক্রেডিট কার্ড পেমেন্টে এই অফারটি পাবেন। এছাড়া এতে 7000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে কোম্পানি।
8GB RAM সহ আসা আইকিউ ফোনটি অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে 19,998 টাকায় বিক্রি হচ্ছে। কোম্পানি এতে 500 টাকার কুপন অফারও দিচ্ছে। যার পরে ফোনের দাম কমে 19,498 টাকা হয় যাবে। এছাড়া গ্রাহকরা SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। পাশাপাশি, ICICI, HDFC কার্ড পেমেন্টে 1500 টাকার ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: 2025 সালে Jio এর আরেকটি বড় ধামাকা অফার, 2 বছর পর্যন্ত বিনামূল্যে মিলবে এই প্রিমিয়াম সুবিধা