Amazon সেলের দ্বিতীয় দিনে পান দারুন সব ফোনের ওপর দারুন সব অফার

Amazon সেলের দ্বিতীয় দিনে পান দারুন সব ফোনের ওপর দারুন সব অফার
HIGHLIGHTS

আগামী 23 তারিখ পর্যন্ত চলা এই সেলে HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় 10% ইন্সট্যান্ট ক্যাশব্যাক

 

আজকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলের দ্বিতীয় দিন। আপনারা জানেন যে এই সেলে HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় 10% ক্যাশব্যাকের অফার,আর এই সেল চলবে আগামী 23 তারিখ পর্যন্ত। আর আজকেও তারা দারুন কিছু ফোনের ওপরে দারুন অফার নিয়ে এসেছে। আসুন দেখা যাক দারুন এই অফার গুলি কী।

Moto E5 Plus

আজকে এই মোটোরোলার ফোনটি আপনারা মাত্র 7,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনের আসল দাম সাইটে 12,999 টাকা বলা হয়েছে। এই ফোনটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে কেনা যাবে। এখান থেকে কিনুন।

Honor 7C

আজকে এই হনারের ফোনটি আপনারা এখানে মাত্র 8,499 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 12,999 টাকা বলা হয়েছে। এই ফোনটিতেও 3GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13+2MP র ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।

Moto G6 Plus

এই দারুন মোটোফোনটি আপনারা 6GB/64GB ভেরিয়েন্টে আজকে মাত্র 15,900 টাকায় কিনতে পারবেন। এই ফোনটি ইন্ডিগো ব্ল্যাক কালারে কেনা যাবে। এই ফোনের আসল  দাম সাইটে 23,990 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung On7 Pro

আজকে আপনারা 2GB র‍্যাম আর 16GB ভেরিয়েন্টের এই স্যামসাং ফোনটি অ্যামাজন থেকে মাত্র 6,990 টাকায় নিজের করতে পারবেন। আর এই ফোনের আসল দাম সাইটে 9,490 টাকা বলা হয়েছে। এই ফোনটিতে 3000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Huawei Nova 3

এই হুয়াওয়ের ফোনটি আজকের সেলে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে কেনা যাবে। এটি আজকে 29,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনটির আসল দাম সাইটে 39,999 টাকা বলা হয়েছে। এই ফোনটিতে ডুয়াল রেয়ার আর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Mi A2

আজকে এই মির ফোনটি আপনারা এখান থেকে মাত্র 13,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটি আপনারা আজকে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ ভেরিয়েন্টে কিনতে পারবেন। এই ফোনটির আসল দাম 17,499 টাকা বলা হয়েছে। এই ফোনটিতে 3010mAh য়ের ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফার কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন সাইটের ব্যাক্তিরাই করে থাকেন। 

 

 

Digit.in
Logo
Digit.in
Logo