Amazon Great India Festival sale starts Best deals on OnePlus 5G smartphones
অনলাইন শপিং কোম্পানি Amazon এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল নন-প্রাইম সদস্যদের জন্য শুরু হয়ে গেছে। গ্রাহকদের জন্য এই সেল 23শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ল্যাপটপ, ট্যাবলেট, ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ধরণের পণ্য বিভাগে ছাড় দেওয়া হচ্ছে এই সেলে। এই সেলে চলাকালীন OnePlus স্মার্টফোন দেদার ছাড় সহ কম দামে কেনা যাবে।
যদি আপনি একটি নতুন ওয়ানপ্লাস স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে এটাই দুর্দান্ত সুযোগ। আসুন দেখে নেওয়া যাক কোন কোন ওয়ানপ্লাস স্মার্টফোনে কত টাকা ছাড় পাওয়া যাবে।
Amazon-এর সেলে ওয়ানপ্লাস ১৩ ফোনটি 72,999 টাকায় লিস্ট করা। তবে এটি মাত্র 61,999 টাকা দামে কেনা যাবে। বলে দি যে এই দামে ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া থাকছে ব্যাঙ্ক অফারও। গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে গ্রাহকরা 10 শতাংশ ছাড়ও পাবেন।
ওয়ানপ্লাস ১৩আর ফোনটি 44,999 টাকা দামে লিস্ট করা, তবে সেল চলাকালীন ছাড়ের সাথে এটি 37,999 টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন। এই দামে ফোনের 12GB+256GB মডেলটি কেনা যাবে।
এই তালিকায় নর্ড সিই৫ স্মার্টফোনও রয়েছে। এটি 8GB RAM+128GB মডেলটি 23,499 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এটি 24,999 টাকা দামে লিস্ট করা। সাথে গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ অতিরিক্ত ছাড় পেতে পারেন।
নর্ড সিই৪ লাইট ৫জি ফোনটি 8GB RAM, 128GB স্টোরেজ সহ মাত্র 16,749 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এটি 20,999 টাকা দামে লিস্ট করা। সাথে কোম্পানি এতে SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ অতিরিক্ত ছাড় অফার করছে।
আরেকটি ওয়ানপ্লাস ফোন এই সেলে সস্তায় কেনা যাবে। নর্ড ৫ ফোনটি 8GB+256GB মডেলটি 30,499 টাকা দামে কেনা যাবে। তবে এটি 34,999 টাকা দামে লিস্ট করা। গ্রাহকরা এই ফোনে SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ অতিরিক্ত ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: পুজোর মরশুমে বাড়ি নিয়ে আসুন মাত্র 6499 টাকার শুরু দামে 5টি সেরা LED TV, জানুন কোথায় পাবেন এত সস্তায়
Disclamer: এই নিবন্ধটিতে অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে।