Amazon Black Friday Sale 2025: মাত্র 7999 টাকায় বাড়ি নিয়ে আসুন Redmi 5G স্মার্টফোন, দেখে নিন সেরা 3 ফোনের ডিল

Updated on 28-Nov-2025

Amazon Black Friday Sale 2025 শুরু হয় গেছে এবং সেলে স্মার্টফোনে বাম্পার ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। আপনি যদি 10 হাজার টাকার কম দামে 5G স্মার্টফোন কিনতে চান, তবে Redmi 5G Smartphone একটি ভাল বিকল্প হতে পারে। আমরা এখানে অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে সেলে পাওয়া রেডমি ফোন ডিলের বিষয় বলবো। আসুন জেনে নেওয়া যাক কোন রেডমি ফোনে কত টাকা ছাড় পাওয়া যাবে।

Redmi A4 5G

ব্ল্যাক ফ্রাইডে সেলে রেডমি এ4 5জি ফোনটি অফারের পর 7999 টাকার দামে কেনা যাবে। ফোনে 120hz রিফ্রেশ রেট সহ 6.88 ইঞ্চির বড় ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 18W চার্জিং সাপোর্ট সহ 5160mAh ব্যাটারি রয়েছে। ফোনটি Snapdragon 4s Gen 2 প্রসেসরে কাজ করে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ ওয়াটারপ্রুফ স্মার্টফোন লঞ্চ করল Realme, দাম 15000 টাকার কম

Redmi A5 5G

সেলে রেডমি এ5 ফোনটি অফারের পর 6499 টাকা দামে পাওয়া যাবে। রেডমি এ5 5জি ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ 6.88 ইঞ্চি বড় ডিসপ্লে, 32 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 5200mAh ব্যাটারি রয়েছে। ফোনটি অক্টা-কোর প্রসেসরে কাজ করে।

Redmi 14C 5G

ব্ল্যাক ফ্রাইডে সেলে রেডমি 14C 5জি অফারের পর 8999 টাকা দামে কেনা যাবে। রেডমি 14সি 5জি ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.88 ইঞ্চির বড় ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 18W চার্জিং সাপোর্ট সহ 5160mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: 84 দিনের ভ্যালিডিটি সহ Vodafone Idea এর সস্তা রিচার্জ প্ল্যানের বেড়ে গেল দাম,জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :