অ্যামাজনে 6-12 মার্চ অব্দি অ্যাপেল ফেস্টিভ্যাল চলছে আর এতে পাওয়া কিছু ডিলের বিষয়ে আমরা এখানে আপনাদের জানাচ্ছি
আপনি যদি বেশ কিছু দিন ধরেই অ্যাপেলের আইফোন কেনার কথা ভাবছিলেন তবে আজকে আপনাদের জন্য একটি ভাল খবর এসেছে। আসলে আজকে অ্যামাজনে অ্যাপেল ফেস্টিভ্যাল চলছে। গত কাল থেকে শুরু হউয়া এই ফেস্টিভ্যালটি ১২ তারিখ অব্দি চলবে। তবে আসুন দেখা যাক যে অ্যাপেলের কোন ফোনের ওপর কেমন ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।
এই আইফোনটির দামের ওপর অ্যামাজনে 19% ডিস্কাউন্ট চলছে আর এর পরে এই ডিভাইসটি 23,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিতে 1GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
এই আইফোনটির দামের ওপর অ্যামাজন 14% ডিস্কাউন্ট দিচ্ছে আর এর পরে এটি 49,999 টাকার বদলে 42,999 টাকায় কেনা যাচ্ছে। এই ডিভাইসটিতে 12MP’র রেয়ার ক্যামেরা আর 7MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
এই ডিভাইসটির দামের ওপর অ্যামাজন 8% ডিস্কাউন্ট দিচ্ছে আর এর পরে এর দাম 64,000টাকার বদলে 59,000টাকা হয়েছে। আর এই ডিভাইসে 2GBর্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
এই ডিভাইসটি 82,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিতে 3GB র্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটিতে 2716mAh এর ব্যাটারি আছে।এখান থেকে কিনুন।
এই ডিভাইসে 2GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের ব্যাটারি 1624mAh এর। এই ডিভাইসটির আসল দাম 26,000 টাকা আর অ্যামাজেন এটি 31% ডিস্কাউন্টের পরে 17,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দামে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দামের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।