১৩ মার্চ থেকে এয়ারটেল নিয়ে আসছে গ্রাহকদের জন্য ফ্রি ডেটা পরিষেবা

HIGHLIGHTS

এয়ারটেলের নতুন অফারে পোস্ট পেড গ্রাহকরা ১৩ মার্চের পর পেয়ে যাবেন বিনামূল্যে ডেটা পরিষেবা৷ সম্প্রতি সংস্থার তরফে গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে এমনটাই জানানো হয়েছে৷

১৩ মার্চ থেকে এয়ারটেল নিয়ে আসছে গ্রাহকদের জন্য ফ্রি ডেটা পরিষেবা

প্রি-পেড গ্রাহকদের পর এবার পোস্টপেড গ্রাহকদের জন্য ‘সারপ্রাইজ’ অফার নিয়ে এল টেলিকম সংস্থা এয়ারটেল৷ বিনামূল্যে জিও-র পরিষেবা শেষ হওয়ার অপেক্ষায় ছিল বাকি টেলিকম সংস্থাগুলি৷ এবার গ্রাহক টানতে কোমর বেঁধে নেমে পড়েছে সকলে৷ সস্তায় ডেটা পরিষেবা দেওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ৷ এবার পোস্ট পেড গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল এয়ারটেল৷

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এয়ারটেলের নতুন অফারে পোস্ট পেড গ্রাহকরা ১৩ মার্চের পর পেয়ে যাবেন বিনামূল্যে ডেটা পরিষেবা৷ সম্প্রতি সংস্থার তরফে গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে এমনটাই জানানো হয়েছে৷ তবে এই অফারে কতটা ডেটা বিনামূল্যে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি৷

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..

ইমেলে জানানো হয়েছে, গ্রাহকরা কতটা ফ্রি ডেটা পেয়েছেন তা MyAirtel অ্যাপে গিয়ে তারা জানতে পারবেন৷ গুগল প্লে ও অ্যাপেল অ্যাপ স্টোরে এই অ্যাপটি পাওয়া যাবে৷

গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে বলা হয়েছে, ‘আমরা গ্রাহকদের জন্য ফ্রি ডেটা পাঠাচ্ছি৷ দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কে কোনও বাধা ছাড়া যাতে আপনারা ডেটা পরিষেবা পেতা পারেন তাই উদ্যোগ নেওয়া হয়েছে এয়ারটেলের তরফে৷ ১৩ মার্চের পর MyAirtel অ্যাপে গিয়ে লগ ইন করলেই জানতে পারা যাবে ঠিক কতটা ডেটা পাওয়া যাবে ফ্রি-তে৷

এর কয়েকদিন আগেই প্রিপেড গ্রাহকদের জন্য ১৪৫ টাকায় ১৪জিবি ৪জি ডেটা প্ল্যান নিয়ে আসে এয়ারটেল৷ সম্প্রতি রিল্যায়েন্স জিও প্রাইম অফার লঞ্চ করেছে যা পয়লা মার্চ থেকে কার্যকর হতে চলেছে৷ এই অফারে ৩০৩ টাকায় ৩০ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা৷জিও-কে টেক্কা দিতেই একের পর এক আর্কষণীয় অফার নিয়ে আসছে এয়ারটেল বলে মনে করা হচ্ছে৷

আরও দেখুন : রিলায়েন্স জিও-এয়ারটেল-ভোডাফোন: সম্পূর্ণ ডেটা এবং ভয়েস কল চার্টটা দেখে নিন

আরও দেখুন : সাওমি রেডমি 3S আজ হবে বিক্রয় জন্য উপলব্ধ

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo