Redmi Note 7 Pro আজকে আরও একবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে

HIGHLIGHTS

Redmi Note 7 Pro ফোনটি আজকে দুপুর 12টার সময়ে সেল করা হবে আর এই সেল ফ্লিপকার্ট আর মি ডট কমে হবে

Redmi Note 7 Pro আজকে আরও একবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে

Xiaomi Redmi Note 7 Pro ফোনটি আজকে আরও একবার ফ্ল্যাশ সেলে আসবে, আর এর আগের সেলে এই ডিভাইসটি কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে গেছিল। Redmi Note 7 Pro ফোনের এই সেল দুপুর 12টার সময়ে ফ্লিপকার্ট আর মি ডট কমে শুরু হবে। এই স্মার্টফোনটি কেনার পরে এয়ারটেল ইউজার্সরা 1120 GB 4G ডাটা পাচ্ছে। আর ভারতে Xiaomi Redmi Note 7 Pro ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 13,999 টাকা করা হয়েছে আর সেখানে এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 16,999 টাকা করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Note 7 Pro ফোনে 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এই ফোনে ডট নচ ডিসপ্লে আছে। ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আছে আর এই ডিভাইসে রিফ্লেক্টিভ গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। Redmi Note 7 Pro ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 আছে আর এই ফোনে Kyro 460 অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে।

Redmi Note 7 Pro ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে যা কুইক চার্জ 4 (18W) সাপোর্ট করে আর Redmi সিরিজের কোন ফোনে এই প্রথম কুইক চার্জ 4 দেওয়া হয়েছে। আর কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে টাইপ C পোর্ট দেওয়া হয়েছে। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 48+5 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে ফ্রন্টে একটি 13MP র AI ক্যামেরা দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo