Honor এর 9টি ডিভাইস ওরিও আপডেট পাবে

HIGHLIGHTS

Honor তাদের এই সমস্ত ডিভাইসের লিস্ট দিয়েদিয়েছে যা ওরিওর আপডেট পাবে

Honor এর 9টি ডিভাইস ওরিও আপডেট পাবে

অক্টোবর মাসে Huawei নতুন অপারেটিং সিস্টেম আর ইউজার ইন্টারফেসের সঙ্গে Mate 10 সিরিজ লঞ্চ করার কথা ঘোষনা করেছিল। আর তারা বলেছিল কোম্পানি এই ডিভাইস গুলিতে ওরিও নির্ভর EMUI 8.0  দেবে। আর এবার Honor সেই সমস্ত ডিভাইসের একটি তালিকা দিয়েছে যারা লেটেস্ট EMUI আপডেট পাবে। তবে, এই আপডেট এখনও ডেভলাপমেন্ট ফেজে আছে, তবে ডিভাইস গুলির নাম জানা গেছে।  এগুলি হল ফ্লিপকার্টের সবথেকে বেশি বিক্রিত স্মার্টফোন

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই লিস্টে Honor 7X, Honor 8, Honor V8, Honor Note 8, Honor 8 Lite, Honor 9, Honor 9 Lite, Honor V9 আর Honor V10 স্মার্টফোন আছে। uenexkf, Honor রিপ্রেজেন্টেটিভ Huawei ক্লাব অনলাইন ফোড়ামে আপডেটটি নিশ্চিত করেছে, কিন্তু এও বলা হয়েছে যে কিছু ডিভাসে হার্ডওয়্যারের পার্ফর্মেন্সের পার্থক্য থাকার কারনে EMUI 8.0 ফিচার আপডেট পাবে না।

Honor 8 ফোনটির বিষয়েও এরকম গুজব শোনা যাচ্ছে যে এই ডিভাইসটি ওরিও আপডেট পাবেনা, কিন্তু কোম্পানির PR ডিপার্টমেন্ট পরিষ্কার ভাবে জানিয়েছে যে Honor 8 ইউজার্সরা EMUI 8.0 এর নতুন ফাংশানের সুবিধা পাবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo