OPPO K13 5G gets price drop under Rs 15000 on Flipkart Diwali Sale
সদ্য লঞ্চ হওয়া OPPO K13 5G ফোনের দাম একধাপে অনেকটা কম হয় গেছে। ওপ্পোর এই স্মার্টফোনে দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে। ওপ্পোর এই ফোনে বিশেষত্ব হল যে ওপ্পো কে১৭ ৫জি ফোনে 7000mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোথায় ওপ্পো কে১৩ ৫জি ফোনটি সস্তায় কিনতে পারবেন।
এপ্রিল মাসে লঞ্চ হওয়া ওপ্পো কে সিরিজের স্মার্টফোন ওপ্পো কে১৩ ৫জি ফোনটি ফ্লিপকার্ট সাইটে সস্তায় কিনতে পারবেন। ফ্লিপকার্ট সেল চলাকালীন স্মার্টফোনটি সস্তায় কেনার সুযোগ রয়েছে। ফ্লিপকার্ট সেলে ওপ্পো কে১৩ ৫জি ফোনে 1500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করা হচ্ছে।
আরও পড়ুন: জুলাইয়ের এই তারিখে লঞ্চ হচ্ছে Nothing Phone 3, এই দামে আসতে পারে ভারতে, মিলবে ফ্ল্যাগশিপ ফিচার
দামের কথা বললে, ওপ্পো কে১৩ ৫জি ফোনটি দুটি স্টোরেজ অপশনে আনা হয়েছে। এতে 8GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ পাওয়া যাবে। ওপ্পো কে১৩ ৫জি ফোনের বেস মডেল 17,999 টাকা এবং 256GB মডেলটি 19,999 টাকা দামে আনা হয়েছিল।
ফ্লিপকার্ট সেলে আপনি এই ফোনে 1500 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। ছাড়ের পর ওপ্পো ফোনের দাম কমে 17,999 হয় যাবে। এই দামে ফোনের 256GB স্টোরেজ মডেল কেনা যাবে।
ফিচারের কথা বললে, ওপ্পোর এই স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট সহ সুপার স্মুদ এবং সুপার ব্রাইট AMOLED ডিসপ্লে সহ আসে। প্রসেসর হিসেবে ওপ্পো কে১৩ ৫জি ফোনে Sanpdragon 6 Gen 4 চিপসেট পাওয়া যাবে। কোম্পানির দাবি যে এই ফোন পুরনো জেনারেশন এর তুলনায় 29 শতাংশ দ্রুত GPU পারফরম্যান্স দেবে এবং 12 শতাংশ বেশি পাওয়ার সেভিং করবে।
ব্যাটারির ক্ষেত্রে এই ফোন অনেকটা পাওয়ারফুল। এতে 7000mAh এর বড় ব্যাটারি দেওয়া যা 80W SUPERVOOC ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো কে১৩ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া। এই ফোনে AI ইরেজার, AI রিফলেকশন রিমুভার, এআই ব্লার মতো স্মার্ট এআই ফিচার দেওয়া।
আরও পড়ুন: 13 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung 5G ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে ফোনে