7000mAh battery Realme P4 5G gets 3500 rs huge discount
Flipkart Big Bang Diwali sale চলাকালীন স্মার্টফোনে দেদার ছাড় অফার করা হচ্ছে। আপনি যদি 15000 টাকার কম দামে 5জি স্মার্টফোন (5G Smartphone under Rs 15000) কিনতে চান তবে এখনই সঠিক সুযোগ। আসেল ফ্লিপকার্ট সেলে রিয়েলমি এর এই বছর লঞ্চ হওয়া Realme P4 5G ফোনে অফার দেওয়া হচ্ছে। 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রিয়েলমি পি4 5জি ফোনটি ছাড়ের পাশাপাশি, ব্যাঙ্ক অফারেও কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4 5জি ফোনের ডিল প্রাইস কত।
রিয়েলমি পি4 5জি ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 16,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। এটি এি বছর আগস্ট মাসে 18,499 টাকা দামে লঞ্চ হয়েছিল।
ব্যাঙ্ক অফার হিসেবে কোম্পানি কিছু ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 14,999 টাকা হয় যাবে।
আরও পড়ুন: Samsung এবং iPhone কে টেক্কা দিতে Motorola লঞ্চ করল আল্ট্রা স্লিম স্মার্টফোন Moto X70 Air
এছাড়া থাকছে এক্সচেঞ্জ ডিসকাউন্ট। যেখানে গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে। এই ফোনটি লঞ্চ দাম থেকে 3500 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
ফিচারের কথা বলল, রিয়েলমি পি4 5জি ফোনে 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন 1080×2392 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে রিয়েলমি পি4 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা 5জি চিপসেটে কাজ করে।
পাওয়ার দিতে 7000mAh ব্যাটারি দেওয়া যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি Android 15 ভিত্তিক Realme UI 6.0 তে কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি পি4 5জি ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আরও পড়ুন: Amazon Diwali Sale: 8000 টাকার কম দামে 5000mAh ব্যাটারি সহ Samsung Galaxy 5G স্মার্টফোন কেনার সুযোগ