Vivo ভারতে তার মিড-রেঞ্জ সেগামেন্টে নতুন ফোন Vivo T4x 5G লঞ্চ করেছে
ভিভো টি4এক্স 5জি ফোনের দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে
লেটেস্ট ভিভো টি4এক্স 5জি ফোনটি 6500mAh ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর ফিচার অফার করে
Vivo T4x Launched in India
Vivo ভারতে তার মিড-রেঞ্জ সেগামেন্টে নতুন ফোন Vivo T4x 5G লঞ্চ করেছে। লেটেস্ট ভিভো টি4এক্স 5জি ফোনটি 6500mAh ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর ফিচার অফার করে। ভিভো টি4এক্স 5জি ফোনের দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে। আসুন ভিভোর নতুন ফোনের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
Vivo T4x 5G ফোনের দাম ভারতে কত
ভিভো টি4এক্স 5জি ফোনের দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে ফোনের 6GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। পাশাপাশি, ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 14,999 টাকায় কেনা যাবে।
কোম্পানি লঞ্চ অফারের আওতায় এতে 1000 টাকা ছাড় অফার করছে। ভিভো টি4এক্স 5জি ফোনের বিক্রি Flipkart থেকে 12 মার্চ দুপুর 12টায় করা হবে।
ভিভো টি4এক্স 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিভো টি4এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর এবং 4nm প্রসেস এবং 2.5GHz CPU পিক স্পিড সহ আনা হয়েছে। ফোনে দেওয়া প্রসেসরটি Antutu স্কোরে 7,28,000+ পেয়েছে। তবে বলে দি যে ভিভো টি3এক্স ফোনে কোয়ালকম এর Snapdragon 6 Gen 1 দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানি ভিভো টি4এক্স 5জি ফোনে মিলিট্রি গ্রেড সার্টিফাইড ডিউরাবিলিটি অফার করেছে।
ক্যামেরার ক্ষেত্রে ভিভো টি4এক্স 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনের রিয়ারে 50MP AI সেন্সর দেওয়া হয়েছে। সাথে 2MP বোকহ লেন্স পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 8MP ফ্রন্ট ক্যামেরা।
এবার কথা ডিসপ্লের, ভিভো টি4এক্স 5জি ফোনে 2408×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
ব্যাটারির ক্ষেত্রে ভিভো ফোনে 6500mAh এর ব্যাটারি অফার করা হয়েছে।। এটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
কানেক্টিভিটির জন্য ভিভো টি4এক্স 5জি ফোনে 8 5G Bands দেওয়া হয়েছে, যা জিও এবং এয়ারটেল দুটি নেটওয়ার্কে দুর্দান্ত কাজ করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.