64MP কোয়াড ক্যামেরার সঙ্গে আজকে REDMI NOTE 8 PRO আপনার হতে পারে

Updated on 20-Nov-2019
HIGHLIGHTS

এই ফোনে আছে 64MP র কোয়াড ক্যামেরা

ফোনটির প্রাথমিক দাম 14,999 টাকা

আজ অ্যামাজনে দুপুর 12টায় কেনা যাবে

আপনি যদি একটি 64MP র কোয়াড ক্যামেরা ফোন কিনতে চান তবে আপনারা আজকে অ্যামাজন থেকে দুপুর 12টার সময়ে Redmi Note 8 Pro ফোনটি 14,999 টাকার প্রাথমিক দামে কিনতে পারবেন। এটি একটি কোয়াড ক্যামেরার ফোন।

Redmi Note 8 Pro ফোনের দাম আর অফার্স

এই ফোনটি তিনটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট কেনা যাবে। এই ফোনটি আপনারা 6GB/64GB ভেরিয়েন্টের প্রাথমিক দাম 14,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনের 6GB/128GB র দাম 15,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি 8GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টটি আপনারা মাত্র 17,999 টাকায় কিনতে পারবেন।

আর এর সঙ্গে এই ফোনে আপনারা HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে 10% সেভ করতে পারবেন।

এর সঙ্গে এই ফোনে আপনারা এয়ারটেল গ্রাহক হলে 1.120GB পর্যন্ত 4G ডাটা আর আনলিমিটেড কল ও এয়ারটেক থ্যাঙ্কসের সুবিধা পাবেন।

Redmi Note 8 Pro র স্পেক্স আর ফিচার্স

এই রেডমি ফোনে আপনারা এনেবেল্ড অ্যালেক্সা পাবেন। আর এর সঙ্গে এও বলে রাখি যে এই ফোনটিতে আপনারা 6.53 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে মিডিয়াটেল হেলিও G90T যা লিকুইড কুলিং প্রযুক্তির সঙ্গে এসেছে। ফোনে আছে একটি 64MP র মেন ক্যামেরা আর এর সঙ্গে এই ফোনে আছে 8MP র আল্ট্রা ওয়াইড লেন্স আর 2MP র ম্যাক্রো লেন্সের সঙ্গে আর একটি একই ক্যামেরা। আর এই ফোনে আছে 20MP র সেলফি ক্যামেরা।

ফোনটিতে 4500mAh য়ের ব্যাটারি আছে যা ফাস্ট চার্জ সাপোর্ট করে।

আর এই ফোনটি তিনটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আর এটি 2+1 সিম স্লটের সঙ্গে এসছে।

Connect On :