6000mAh Battery with Realme P3 5G Launched in india price under Rs 20000
রিয়েলমি আজ ভারতে Realme P3 5G লঞ্চ করেছে। লেটেস্ট রিয়েলমি পি3 5জি ফোনটি P-series এর আওতায় আনা হয়েছে। রিয়েলমি পি3 ফোনটি 20000 টাকার কম দামের সেগামেন্টে আনা হয়েছে। রিয়েলমি পি3 5জি ফোনের সাথে কোম্পানির realme P3 Ultra ফোনও লঞ্চ করেছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি3 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
নতুন রিয়েলমি পি3 5জি ফোনের দাম ভারতে 16,999 টাকা থেকে শুরু হয়। ফোনের তিনটি ভ্যারিয়্যান্টে নিয়ে এসেছে কোম্পানি।
বলে দি যে লঞ্চ অফারের আওতায় রিয়েলমি পি3 5জি ফোনের তিনটি মডেলে 2000 টাকার ব্যাঙ্ক ছাড় দেওয়া হচ্ছে। যার পরে রিয়েলমি পি3 5জি ফোনের দাম 14,999 টাকা থেকে শুরু হবে।
বিক্রির কথা বললে, রিয়েলমি ফোনটি আজ বিকেল 6টা থেকে রাত 10টা পর্যন্ত রিয়েলমি অফিসিয়াল সাইট, ফ্লিপকার্ট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।
ডিসপ্লের কথা বললে, এতে 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে এই ফোনে Snapdragon 6 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে 50MP এবং 2MP পোট্রেট ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রিয়েলমি পি3 5জি ফোনে 6000mAh এর ব্যাটারি দেওয়া যা 45W এর চার্জিং স্পিড সাপোর্ট করে।