5G Smartphone under 15K Realme 14x 5G Launch today check specs features
রিয়েলমি কোম্পানি আজ 18 ডিসেম্বর ভারতে তার লেটেস্ট বাজেট ফ্রেন্ডলি ফোন Realme 14x 5G লঞ্চ করতে চলেছে। রিয়েলমি 14এক্স 5জি ফোনটি 14,999 টাকার শুরুর দামে আসবে বলে আশা করা হচ্ছে। যার মাানে এটি একটি সস্তা 5G স্মার্টফোন হবে। কোম্পানির দাবি যে এটি এই সেগামেন্টে দুর্দান্ত ফিচার অফার করবে। রিয়েলমি ফোনটি IP69 রেটিং এবং 45W ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি মতো ফিচার অফার করবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি ফোনে দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
রিয়েলমি 14এক্স 5জি ফোনটি আজ মানে 18 ডিসেম্বর লঞ্চ হবে। আপকামিং রিয়েলমি ফোনটি তিনটি কালার ক্রিস্টাল ব্ল্যাক, গোল্ডেন গ্লো এবং রেড অপশনে পাওয়া যাবে।
আরও পড়ুন: 5500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 12GB RAM এবং 64MP ক্যামেরা সহ POCO 5G ফোন, জানুন নতুন দাম কত
আপকামিং রিয়েলমি 14এক্স 5জি ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা যেতে পারে।
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ ফুল HD+ IPS LCD ডিসপ্লে হতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 50MP প্রাইমারি সেন্সর হবে। তবে সেকেন্ডারি ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
পাওয়ার দিতে রিয়েলমি 14এক্স 5জি ফোনের বিশেষত্ব হল যে 6000mAh ব্যাটারি থাকবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে রিয়েলমি 14এক্স 5জি ফোনটি IP69 রেটিং সহ আসবে। এটি সেগামেন্টে প্রথম স্মার্টফোন যা শক্তিশালী ডিজাইন এবং বিল্ড অফার করবে।
আরও পড়ুন: ভারতে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Poco C75 লঞ্চ, 50MP ডুয়াল ক্যামেরা ফোনের দাম কত জানুন