5000mAh battery phone Realme Narzo N61 Price discount under Rs 8000 on Amazon
আপনি যদি 8000 টাকার কম দামে স্মার্টফোন কিনতে চান তবে Realme Narzo N61 একটি ভাল বিকল্প হতে পারে। এই রিয়েলমি ফোনটি মাত্র 8499 টাকায় লঞ্চ হয়েছিল তবে এখন এতে 1000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। বলে দি যে রিয়েলমি নারজো এন61 ফোনের সমস্ত মডেলে এই ছাড় পাওয়া যাবে। এই অফারটি পেতে গ্রাহকদের কোনো ব্যাঙ্ক কার্ড লাগবে না।
রিয়েলমি নারজো এন61 ভারতে দুটি ভ্যারিয়্যান্টে আসে। এতে 4GB+64GB এবং 6GB+128GB স্টোরেজ অপশন পাওয়া যাবে। ফোনের টপ মডেলটি 8499 টাকায় আনা হয়ছিল। এখন Amazon সাইটে 1000 টাকার কুপন ডিসকাউন্টের পর এই ফোনটি মাত্র 7499 টাকায় কেনা যাবে।
একই অফার ফোনের 4GB+64GB মডেলেও দেওয়া হচ্ছে। যার পরে ফোনের দাম কমে 6499 টাকা হয় যাবে।
ডিসপ্লে: নারজো এন61 ফোনে 6.74-ইঞ্চির HD+ ওয়াটারড্রপ নচ স্ক্রিন দেওয়া। এটি 90Hz রিফ্রেশ রেট এবং 560 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি নারজো ফোনটি UNISOC T612 অক্টা-কোর প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো এন61 ফোনে 32MP ক্যামেরা রয়েছে সেলফি তোলার জন্য এতে 5MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh এর ব্যাটারি সাপোর্ট রয়েছে। এটি 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 10,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Redmi Note 13 Pro+ 5G ফোন, জানুন কোথায় পাবেন