আপনি যদি 8000 টাকার কম দামে স্মার্টফোন কিনতে চান তবে Realme Narzo N61 একটি ভাল বিকল্প হতে পারে
রিয়েলমি নারজো এন61 ভারতে 4GB+64GB এবং 6GB+128GB স্টোরেজ অপশন পাওয়া যাবে
রিয়েলমি নারজো ফোনটি UNISOC T612 অক্টা-কোর প্রসেসরে কাজ করে
5000mAh battery phone Realme Narzo N61 Price discount under Rs 8000 on Amazon
আপনি যদি 8000 টাকার কম দামে স্মার্টফোন কিনতে চান তবে Realme Narzo N61 একটি ভাল বিকল্প হতে পারে। এই রিয়েলমি ফোনটি মাত্র 8499 টাকায় লঞ্চ হয়েছিল তবে এখন এতে 1000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। বলে দি যে রিয়েলমি নারজো এন61 ফোনের সমস্ত মডেলে এই ছাড় পাওয়া যাবে। এই অফারটি পেতে গ্রাহকদের কোনো ব্যাঙ্ক কার্ড লাগবে না।
Realme Narzo N61 ফোনের নতুন দাম কত
রিয়েলমি নারজো এন61 ভারতে দুটি ভ্যারিয়্যান্টে আসে। এতে 4GB+64GB এবং 6GB+128GB স্টোরেজ অপশন পাওয়া যাবে। ফোনের টপ মডেলটি 8499 টাকায় আনা হয়ছিল। এখন Amazon সাইটে 1000 টাকার কুপন ডিসকাউন্টের পর এই ফোনটি মাত্র 7499 টাকায় কেনা যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.