এই ডিভাইসটির 3GB র্যাম ভেরিয়েন্টের দাম এমনিতে 10,999টাকা কিন্তু Flipkartয়ে এটি 3000 টাকার ডিস্কাউন্টের পরে 7,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে
গত বছর Lenovo K8 Plus স্মার্টফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আর এই সময় এই ফোনটি কেনার একটি ভাল অপশান এসেছে। কারন Flipkart এই স্মার্টফোনটির ওপর 3,000 টাকার ডিস্কাউন্ট অফার করছে। Lenovo K8 Plus স্মার্টফোনটির 3GB র্যাম ভেরিয়েন্টটি Flipkartয়ে 3000টাকার বেশি ডিস্কাউন্ট অফার করছে। আর এই ডিভাইসটির দাম এই ডিস্কাউন্টের পরে 10,999টাকা থেকে কমে 7,999 টাকায় কেনা যাবে।
আর যদি ইউজার্সরা K8 Plus স্মার্টফোনটি অন্য স্মার্টফোনের সঙ্গে এক্সচেঞ্জ অফারে কেনে তবে Flipkartয়ে 7,500টাকার ডিস্কাউনেট্র সুবিধা পেতে পারে। আর এছাড়া Flipkartয়ে এই ডিভাইসটি SBI বা Axis Bank Buzz ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 5%অব্দি ইন্সট্যান্ট ডিস্কাউন্ট পাওয়া যেতে পারে। Lenovo K8 Plus ভারত্যে ফাইন গোল্ড আর ভেনাম ব্ল্যাক কালার অপশানে কিনতে পাওয়া যাচ্ছে।
Lenovo K8 Plus ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এর ডুয়াল্র এয়ার ক্যামেরা সেটআপ। আর এই ডিভাইসটির ব্যাকে 13MP + 5MP’র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে আর সেলফি নেওয়ার জন্য ফোনটিতে 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এটি পার্টি ফ্ল্যাশ আর প্রি মোডের পাওয়া যায়।
Lenovo K8 Plus ফোনটিতে 4000mAhয়ের ব্যাটারি আছে যা 48 ঘন্টা অব্দি ব্যাটারি লাইফ অফার করে। আর এর সঙ্গে এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Lenovo K8 Plus ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটে কাজ করে। কোম্পানি এট নিশ্চিত করেছে যে এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিও আপডেট করা হবে। তবে এখন এই আপডেট এই বছরের জুনে দেওয়া হবে।
Lenovo K8 Plus ফোনটিতে 5.2 ইঞ্চির IPS ডিসপ্লে আছে যা 1080 x 1920 পিক্সাল ফুল HD রেজিলিউশান যুক্ত আর এটি 2.5D কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশান যুক্ত। K8 Plus ফোনটিতে মিডীয়াটেক হেলিও P25 অক্টা-কোর প্রসেসার আছে আর এই ডিভাইসের 3GB র্যাম ভেরিয়েন্টটি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে।