200 megapixel Camera Vivo X200 Pro 5G gets massive discount upto rs 7000 on Amazon
আপনি যদি পাওয়ারফুল স্পেসিফিকেশন সহ সস্তা স্মার্টফোন কিনতে চান এবং ক্যামেরা পারফরম্যান্স দুর্দান্ত হক তবে Amazon দিচ্ছে দুর্দান্ত ডিল। গ্রাহকদের Vivo X200 Pro 5G ফোনে পুরো 7000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গ্রাহকরা এই সুবিধা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে পাবেন। বলে দি যে ভিভো এক্স২০০ প্রো ৫জি ডিভাইসটি প্রিমিয়াম সেগামেন্টে আসে।
ভিভো এক্স200 প্রো ৫জি ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব তার পাওয়ারফুল ক্যামেরা। এই ফোনে 200MP ZEISS টেলিফটো ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটি দুর্দান্ত জুম ক্ষমতা অফার করে।
আরও পড়ুন: এখন 300 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা মাত্র 100 টাকায়, Jio দিচ্ছে এই ধামাকা অফার
অনলাইন শপিং সাইট Amazon এ ভিভো এক্স২০০ প্রো ৫জি ফোনটি 94,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। গ্রাহকরা SBI ক্রেডিট কার্ড, HDFC ক্রেডিট কার্ড বা ICICI ক্রেডিট কার্ড পেমেন্টে পুরো 7000 টাকা ছাড় পাবেন। গ্রাহকরা পুরনো ফোন এক্সচেঞ্জ করে আরও অতিরিক্ত ছাড় পেতে পারবেন।
পুরনো ফোনের মডেল এবং কন্ডিশনের উপরে নির্ভর করবে এক্সচেঞ্জ বোনাস। গ্রাহকরা তাদের পুরনো ফোনে 61,150 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ফোনটি দুটি কালার কস্মস কালো এবং টাইটেনিয়াম গ্রে অপশনে আসবে।
প্রিমিয়াম ভিভো এক্স২০০ প্রো স্মার্টফোনে 6.78-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সহ আসে। এডি মিডিয়াটে ডাইমেনসিটি 9400 প্রসেসরে কাজ করবে যা 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো এক্স২০০ প্রো ৫জি ফোনে 200 মেগাপিক্সেল এর ZEISS APO টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে যা 8K ভিডিও রেকির্ডিং অফার করে।
পাওয়ার দিতে ভিভো ফোনে 6000mAh ব্যাটারি অফার করে, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনটি IP68 এবং IP69 রেটিং সহ আসে। ফোনে অপারেটিং সিস্টাম হিসেবে Android 15 ভিত্তিক Funtouch OS 15 এ কাজ করে।
আরও পড়ুন: ভারতে এত দামে আসতে পারে Realme GT 7 এবং Realme GT 7T ফোনের দাম, 27 মে হবে লঞ্চ