best 5G phones in india to buy in january 2025 check full list
আপনি যদি 12 হাজার টাকার কম দামে একটি ভাল 5G স্মার্টফোন কিনতে চান, তবে এই খবরটি আপনার জন্য। 2023 এর কাউন্টার পয়েন্টে বলা হয়েছিল যে Samsung Galaxy A14 5G ফোনটি সবচেয়ে বেশি বিক্রি হওয়ার মধ্যে একটি। এই ফোনটি 12 হাজার টাকা দামে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ আসে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
গ্যালাক্সি এ14 5জি ফোনের 4 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ মডেলটি 15,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই ফোনটি Flipkart সেলে 10,499 টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: 29 নভেম্বর আসছে iQOO Neo 10 সিরিজ, 6100mAh ব্যাটারি সহ আর কী থাকবে ফিচার, লঞ্চের আগে ফাঁস
এছাড়া ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক কার্ড পেমেন্টে গ্রাহকরা 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি, গ্রাহকরা তার পুরনো ফোন এক্সচেঞ্জ করে 9950 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফোনটি তিনটি কালার অপশন ডার্ক রেড, লাইট গ্রিন এবং ব্ল্যাক কালার অপশনে আসে।
ডিসপ্লের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনে 6.6-ইঞ্চি ফুল HD+ LCD স্ক্রিন দেওয়া।
প্রসেসর হিসেবে গ্যালাক্সি এ14 5জি ফোনটি এক্সিনোস 1330 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে ট্রিপল ক্যামেরা পাওয়া যাবে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা সহ 2MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2MP ডেপথ ক্যামেরা দেওয়া। সেলফি তোলার জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 3000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Poco X6 Neo 5G ফোন, জেনে নিন নতুন দাম কত